শেষ আপডেট: 6th March 2025 19:53
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্যাচের জন্য দুই দলের ক্রিকেট সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। চলতি টুর্নামেন্টে দ্বিতীয়বার এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। ইতিপূর্বে, গ্রুপ পর্বের অন্তিম ম্যাচে তারা একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচটা ভারত ৪৪ রানে জিতেছিল। তবে ফাইনাল ম্যাচের আগে সমর্থকদের মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে, যদি বৃষ্টির কারণে এই ম্যাচটা বাতিল হয়ে যায়, তাহলে কোন দলের হাতে শেষপর্যন্ত ট্রফি উঠবে।
ক্রিকেট খেলায় বেশ কয়েকবার এমন দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে, বৃষ্টির কারণে কোনও গুরুত্বপূর্ণ ম্যাচ বাতিল করা হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য নকআউট পর্বে এখনও রিজার্ভ ডে রাখা হয়। ভারত এবং নিউজিল্য়ান্ডের মধ্যে আয়োজিত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচেও রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি ৯ মার্চ বৃষ্টির কারণে এই ম্যাচ সম্পূর্ণ করা না যায়, তাহলে পরেরদিন ঠিক ওখান থেকেই আবার ম্যাচ শুরু করা হবে।
গত আট এডিশনে মাত্র একবারই এমন ঘটনার সাক্ষী হয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল ফাইনাল ম্যাচ। ২০০২ সালে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ওই ফাইনাল ম্যাচটি আয়োজন করা হয়েছিল। ওই ম্যাচেও রিজার্ভ ডে রাখা হয়েছিল। কিন্তু, পরেরদিনও বৃষ্টির কারণে খেলা সম্ভব হয়নি। এরপর ভারত এবং শ্রীলঙ্কা দুটো দলকেই যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
AccuWeather-এর রিপোর্ট অনুসারে দুবাইয়ে ফাইনাল ম্যাচ চলাকালীন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ম্যাচের দিন আকাশ একেবারে পরিষ্কার থাকবে। দিনের সর্বাধিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ম্যাচ চলাকালীন গরমে ক্রিকেটারদের হাঁসফাঁস অবস্থা হতে পারে। কিন্তু, বৃষ্টির একেবারে সম্ভাবনা নেই।