ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
শেষ আপডেট: 4th February 2025 11:11
দ্য ওয়াল ব্যুরো: একটি গোল পেনাল্টি থেকে। অন্যটি উড়ন্ত চিলের মতো ডানা মেলে ঝাঁপিয়ে দেওয়া জোরালো হেডারে। দল জিতল ৪ গোলে। হাজারে গোলের লক্ষ্যে এগিয়ে গেলেন আরও দু’কদম। চল্লিশে পা রাখার আগের সর্বশেষ ম্যাচটিকে সবদিক দিয়ে স্মরণীয় করে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লড়াইশেষে অনুরাগীদের দিলেন এক্সক্লুসিভ উপহার: দু’হাত দিয়ে ট্রেডমার্ক সেলিব্রেশনের বদলে নতুন ধরনে উচ্ছ্বাস প্রকাশ।
That angle of Cristiano Ronaldo's goal. ????pic.twitter.com/p85BoWvdA9
— TCR. (@TCR_Video) February 3, 2025
গতকাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর ক্লাব আল নাসেরের মুখোমুখি হয় আল ওয়াসল। আল আওয়াল পার্কের এই ম্যাচে শুরু থেকেই রাশ নিজেদের হাতে রেখেছিল আল নাসের। আলি আল হাসানের গোলে এগিয়ে যায় তারা। ৪৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান রোনাল্ডো। ৭৮ মিনিটে করেন দ্বিতীয় গোল। বাম উইং থেকে ভেসে আসা ক্রস নিখুঁত টাইমিংয়ে হেড করেন। শূন্যে উঠে দেওয়া জোরালো হেডারে বল জড়ায় জালে। আর তিন পয়েন্ট সুনিশ্চিত করে আল নাসের। ম্যাচের বাকি গোলটি করেন মহম্মদ আল-ফাতিল।
আগামিকাল, বুধবার, চল্লিশে পা রাখতে চলেছেন রোনাল্ডো। তার আগে এমন পারফরম্যান্স দেখে অনুরাগীরা স্বভাবতই উচ্ছ্বসিত। স্টেডিয়ামের সেই উচ্ছ্বাসকে সম্মান জানাতেই যেন চিরপরিচিত ‘সুইইই…’ সেলিব্রেশনের বদলে নয়া কায়দায় আনন্দ প্রদর্শন করেন পর্তুগিজ তারকা। ডান হাত একবার উপরে তুলে পরক্ষণে নামিয়ে আনেন নীচে।
That angle of Cristiano Ronaldo's goal. ????pic.twitter.com/p85BoWvdA9
— TCR. (@TCR_Video) February 3, 2025
আপাতত দুটি লক্ষ্যকে সামনে রেখে খেলে চলেছেন রোনাল্ডো। তার মধ্যে একটি হচ্ছে কেরিয়ার গোলের সংখ্যা হাজার পেরোনো। অন্যটি ২০২৬-এর ফুটবল বিশ্বকাপে জাতীয় দলের জার্সি গায়ে নামা। দুটি লক্ষ্যেই পথের কাঁটা বয়স ও ফিটনেস। যদিও গতকাল ৯২৩তম গোলটি রোনাল্ডো যে ভঙ্গিতে করলেন, তাতে দুটি উদ্দেশ্যই তিনি হেসেখেলে পূরণ করলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।