রোনাল্ডো-মেসি
শেষ আপডেট: 4th February 2025 18:17
দ্য ওয়াল ব্যুরো: ইতিহাসের অঙ্ক খানিক এদিক-ওদিক হলেই বার্সেলোনায় একসঙ্গে খেলতে দেখা যেত রোনাল্ডো-মেসিকে। ন্যু ক্যাম্পের ঝলমলে আলোয় বাম উইংয়ে ঝলসে উঠতেন আর সেভেন, ডান উইংয়ে ড্রিবলিংয়ে মেতে উঠতে পারতেন এল টেন। কিন্তু কালের নিয়মে তা হয়নি। বদলে স্প্যানিশ ফুটবলের ইতিহাস মাতিয়েছে দুজনের দ্বৈরথ। একজন রিয়ালে৷ অন্যজন বার্সায়। ভেঙেছেন, গড়েছেন একের পর এক রেকর্ড।
আগামিকালই চল্লিশে পা রাখতে চলেছেন রোনাল্ডো। সেই উপলক্ষ্যে একটি সাক্ষাৎকারে নিজের জীবনের অজানা গল্প খোলসা করেন তিনি। কথাপ্রসঙ্গে আসে অতীত জীবনের কথা। আর তখনই রোনাল্ডো জানান, ২০০৩ সালে সবকিছু ঠিক থাকলে, তাঁর গন্তব্য ইংল্যান্ডের বদলে হতে পারত স্পেন।
উল্লেখ্য, সেই সময় রোনাল্ডো পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের সদস্য। চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে ম্যাঞ্চেস্টারের বিরুদ্ধে অসাধারণ খেলেন তিনি। নজরে আসেন ম্যান ইউ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের। ওই একই বছর বার্সেলোনারও এক কর্তা তাঁকে বার্সায় যোগ দেওয়ার প্রস্তাব জানান।
রোনাল্ডো বলেন, ‘সম্ভবত ওই ব্যক্তি আমায় পরের মরশুমের জন্য চুক্তিবদ্ধ করতে চেয়েছিলেন। কিন্তু আমি দেশের বাইরে নতুন জার্নি শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর তখনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাব এসে তড়িঘড়ি আমায় সই করায়। ফুটবলে সবকিছু অত্যন্ত দ্রুত ঘটে চলে।’
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে রোনাল্ডোর রেকর্ডও যথেষ্ট সমীহ করার মতো। ছ’বছরে ৮৪ গোলের মালিক। একাধিক প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ জয়৷ পর্তুগালের ফুটবল তারকা বার্সায় না গিয়েও নিজের কেরিয়ার যথেষ্ট ঝলমলে আলোয় সাজিয়ে তুলেছিলেন। রিয়াল মাদ্রিদের রেকর্ড তাতে বাড়তি পালক জুড়ে দেয়।