শেষ আপডেট: 5th February 2025 14:32
দ্য ওয়াল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এই নামটার সঙ্গে ফুটবল সমর্থকদের আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনও দরকার নেই। প্রতিদিন তিনি কোনও না কোনও কারণে আলোচনার শিরোনামে উঠে আসেন। পর্তুগালের এই তারকা ফুটবলার সোশ্যাল মিডিয়াতেও কম জনপ্রিয় নন। ইতিমধ্যে তাঁর ফলোয়ারের সংখ্যা ১০০ কোটি অতিক্রম করেছে। বিশ্বের ধনী ফুটবলারদের তালিকায় আপাতত রোনাল্ডো তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছেন। মনে প্রশ্ন জাগতেই পারে, রোনাল্ডোর মোট সম্পত্তির পরিমাণ তাহলে কত? আসুন, সেই ব্যাপারে আলোচনা করে নেওয়া যাক।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সমর্থকরা ভালবেসে CR7 নামে ডাকতেই বেশি পছন্দ করেন। ফুটবল দুনিয়ায় রোনাল্ডো ইতিমধ্যে একাধিক রেকর্ড কায়েম করেছেন। সবথেকে বড় কথা, রোনাল্ডো এমন একজন ফুটবলার, যাঁকে দেখে কোটি-কোটি তরুণ ফুটবলার নিজেদের অনুপ্রাণিত করেন। তাঁরাও আগামীদিনে রোনাল্ডো হওয়ার স্বপ্ন দেখেন। বিশ্বের অন্যতম তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো ইতিমধ্যে একাধিক ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন। তারমধ্যে অন্যতম হল ম্য়ানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস। বর্তমানে তিনি সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসেরের হয়ে ফুটবল খেলছেন। এই ক্লাবের স্যালারি এবং বোনাস থেকে মোটা টাকা উপার্জন করেন রোনাল্ডো।
জানা গিয়েছে, আল নাসের ফুটবল ক্লাব থেকে রোনাল্ডো বছরে ১,৬০০ কোটি টাকা উপার্জন করে থাকেন। এর পাশাপাশি বিজ্ঞাপন থেকেও তিনি একটা মোটা অঙ্কের টাকা উপার্জন করেন। তাঁর কাছে আপাতত নাইকি, হার্বালাইফ এবং ক্লিয়ারের মতো বড় সংস্থার এন্ডোর্সমেন্ট চুক্তি রয়েছে। শোনা যায়, নাইকি সঙ্গে নাকি ৮ হাজার কোটি টাকার বিনিময়ে আজীবনের জন্য চুক্তি সাক্ষর করেছেন।
খুব স্বাভাবিকভাবেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিলাসবহুল জীবনযাপন করেন। তাঁর গ্যারাজে একাধিক দামি গাড়ি রয়েছে। পাশাপাশি মূল্যবান ঘড়ি কেনারও যথেষ্ট শখ রয়েছে এই পর্তুগিজ ফুটবলারের। এছাড়া তাঁর কাছে একটি প্রাইভেট জেট রয়েছেন। এটা চেপেই তিনি নিজের পার্টনার জর্জিয়া রডরিগস এবং সন্তানদের সঙ্গে যাতায়াত করেন। এছাড়া বেশ কয়েকটি বিলাসবহুল প্রাসাদও রয়েছে।