শেষ আপডেট: 4th February 2025 16:27
দ্য ওয়াল ব্যুরো: ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ব্যাপারে কোনও বিতর্কই থাকতে পারে না। শুধুমাত্র সৌদি আরবের ফুটবল ক্লাব আল-নাসেরই নয়, গত এক দশক ধরে ফুটবল বিশ্বে কার্যত রাজত্ব করেছেন তিনি। তবে লিওনেল মেসির সঙ্গে তাঁর তুলনা হামেশাই চলে। রোনাল্ডো সেরা না মেসি, এই নিয়ে গোটা ফুটবল বিশ্বে ইতিমধ্যে মেরুকরণ হয়েছে। এই বিতর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন রোনাল্ডো। তিনি স্পষ্ট জানিয়েছেন যে অনেকেই হয়ত মেসি, পেলে কিংবা মারাদোনাকে সেরা ফুটবলার বলতে পারেন। তবে তিনি নিজেকে সেরা ফুটবলার বলে দাবি করলেন।
রোনাল্ডো জানিয়েছেন, অনেকেই মনে করেন যে মেসি তাঁর থেকে ভাল ফুটবলার। কিন্তু, তিনি নিজে অবশ্য সেই কথাটা একেবারেই মনে করেন না। বরং পর্তুগালের এই ফুটবলার মনে করেন তিনি নিজে একজন 'কমপ্লিট ফুটবলার'।
ক্রিশ্চিয়ানো বললেন, 'আমার মনে হয় যে আমিই এই বিশ্বের সবথেকে কমপ্লিট ফুটবলার। অনেকেই হয়ত মেসি, মারাদোনা কিংবা পেলের নাম বলবেন। তাঁদের মন্তব্যকে আমি সম্মান করি। কিন্তু, আমিই একমাত্র কমপ্লিট ফুটবলার।'
লাসেক্সটা টেলিভিশনকে দেওয়া একটি ইন্টারভিউয়ে তিনি জানিয়েছেন, 'ফুটবল ইতিহাসে আমিই সেরা খেলোয়াড়। আমার থেকে ভাল ফুটবলার আর কাউকে দেখতে পাইনি। এটা একেবারে মন থেকে বললাম।'
এই ইন্টারভিউ দেওয়ার সময় রোনাল্ডো আরও বলেছেন, গত ১৫ বছর ধরে মেসির সঙ্গে তাঁর যথেষ্ট সুসম্পর্ক রয়েছে। আর সেকারণে তাঁর দুজনেই ফুটবল বিশ্বে রাজত্ব করছেন।
ক্রিশ্চিয়ানো বললেন, 'মেসির সঙ্গে কখনই আমার খারাপ সম্পর্ক ছিল না। গত ১৫ বছর একাধিক পুরস্কার আমরা শেয়ার করেছি। মনে আছে, মেসির জন্য আমি ইংরেজি ভাষায় ট্রান্সলেটও করে দিতাম। আর সেটাও খুব মজাদার ছিল।'
এই কিংবদন্তি পর্তুগিজ ফুটবলারের কথায়, 'মেসি ওর ক্লাবের হয়ে সেরাটা উজাড় করে দিতে চায়। আমি আমারটা। আমরা একে অপরের প্রশংসা করি। একটা সময় মেসি প্রত্যেকটা ম্যাচই খেলতে চাইত। আমিও চাইতাম। দুজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলত।'
এরপর রোনাল্ডোকে জিজ্ঞাসা করা হয়, মেসি এবং তাঁর মধ্যে সেরা ফুটবলার কে? জবাব দিতে গিয়ে ক্রিশ্চিয়ানো একটি বিতর্কিত মন্তব্য করলেন।
আল নাসেরের এই ফুটবলার জানিয়েছেন, 'এই সব প্রশ্নের কোনও মানেই হয় না। একজন গোলদাতার মানেটা কী? একজন বিপক্ষের জালে বলটা শুধুমাত্র জড়িয়ে দেয়।'
এরপর তিনি বললেন, 'আমার মতে আমিই ফুটবল বিশ্বের একমাত্র কমপ্লিট ফুটবলার। আমি ৯০ মিনিটের লড়াইয়ে সবকিছু করেছি। হেড দিয়ে গোল করেছি। অসাধারণ ফ্রি-কিক করি। ডান পা এবং বাঁ পা সমানভাবে চালাতে পারি। আমি অনেক বেশি শক্তিশালী। মনে হয়, এই মুহূর্তে আমার থেকে ভাল আর কোনও ফুটবলার এই দুনিয়ায় নেই। এটা একেবারে মন থেকেই বললাম।'