শেষ আপডেট: 11th November 2024 18:13
দ্য ওয়াল ব্যুরো: ছোট থেকে স্বপ্ন ছিল বাবার মতো ক্রিকেটার হওয়ার। সেই পথেই এগোচ্ছিলেন ধীরে ধীরে। প্রস্তুতিও চলছিল জোর কদমে। ভোরে ওঠা, দৌড়ানো, একাধিক আত্মত্যাগ। সব কিছুর মাঝেই নিজেকে আবিষ্কার করে ফেললেন একদিন। সেই আবিষ্কার ও সেই স্বপ্নপূরণের পথে হেঁটে পেরিয়ে এলেন অনেকটা পথ। গোটা যাত্রাই অনয়া বাঙ্গার শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। কে এই অনয়া? পরিচয় করিয়ে দেওয়া যাক।
জন্মের পর নাম দেওয়া হয় আরিয়ান। সাধারণ বাচ্চাদের মতোই বাবাই আইডল। বাবা সঞ্জয় বাঙ্গারের দেখানো পথেই ক্রিকেটের প্রতি ভালবাসা। এক ভালবাসার পিছনে ছুটতে গিয়ে আরেক সত্ত্বাকে আবিষ্কার করেছিলেন তিনি কিছু বছর আগে। বুঝেছিলেন নারী সত্ত্বা আছে তাঁরই মধ্যে। যে নারী সত্ত্বার ভারই তাঁর চরিত্রে বেশি। ফলে তাকে এড়িয়ে যাওয়ার সাধ্যি হয়নি।
নিজেকে নিজের মতো করে খুঁজে পেতে, নিজের আসল সত্ত্বা নিয়ে বাঁচতে অস্ত্রপচারের পথে হাঁটেন আরিয়ান। করেন হরমোন রিপ্লেসমেন্ট সার্জারি। হয়ে ওঠেন আজকের অনয়া। এই অনয়া হওয়ার প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরাবন্দী করেছিলেন তিনি। যা শেয়ার করে নিলেন নিজের অনুগামী, বন্ধু ও পরিবারের লোকজনের সঙ্গে।
বর্তমানে ম্যাঞ্চেস্টারের বাসিন্দা অনয়া, ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ব্যাটসম্যান ও ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের কন্যা। এম এস ধোনি, বিরাটদের সঙ্গে বহু ছবি তিনি আগে শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়াজুড়ে একাধিক পোস্ট। কিন্তু অনয়া হওয়ার যাত্রার পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়।
Sanjay Bangar's son undergoes harmone replacement surgery.
— Amit T (@amittalwalkar) November 10, 2024
Aryan becomes Anaya!
Have a look at Ananya's instagram post!#Cricket #CricketTwitter #SanjayBangar pic.twitter.com/esePJjf4Ua
পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, 'ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। সেই পথে হেঁটেছি। সেই যাত্রায় কষ্ট ছিল, আত্মত্যাগ ছিল, সকালে উঠে বেরিয়ে পড়া, মানুষের বিচার, আলোচনার মুখে পড়া। এই পথে এগোতে মনে বল লাগে। খেলা ছাড়াও আমার আরেকটা জার্নি রয়েছে। নিজেকে আবিষ্কার করা ও সেই নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়া।'
পোস্টটিতে ২৩ বছরের অনয়া আরও লেখেন, 'নিজেকে খুঁজে পাওয়া, সেই নিয়ে বাঁচতে চাওয়া অবশ্যই কঠিন সিদ্ধান্ত। কোনওরকম স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে না, যা চাই তা পাওয়া যাবে না। কিন্তু তবুও আমি আমি যা চেয়েছি তার জন্য লড়েছি। সহজ ছিল না তাও লড়াই জারি ছিল। আমি আজ ক্রিকেটকে ভালবাসি। একজন খেলোয়াড় হিসেবে নয় কিন্তু নিজের মতো করে। রাস্তা সহজ ছিল না কিন্তু নিজেকে খুঁজে পেয়ে জয়ের যে আনন্দ পাওয়া যায়, তা সর্বস্ব।'
যদিও রিল-সহ পোস্টটি তিনি পরে ডিলিট করে দেন। এই রিল ভাইরাল নেট দুনিয়ায়। তাঁর সাহস, নিজের জন্য লড়াই, সমাজের চিন্তা না করে নিজেকে নিজের মতো করে প্রতিষ্ঠা করার লড়াইকে বাহবা জানাচ্ছেন অনেকেই।
এতকিছুর পর যদিও খানিকটা মন খারাপ অনয়ার। কারণ, যে ক্রিকেট তাঁর প্রথম প্রেম, ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সিদ্ধান্তের জন্য তার সঙ্গে বিচ্ছেদ। আসলে ২০২৩-এর নভেম্বরে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসির তরফে দেওয়া নির্দেশ অনুযায়ী, ট্রান্সজেন্ডার অ্যাথলেটরা ওম্যান ক্রিকেট টিমে খেলার অনুমতি পাবেন না। সেই থেকেই অনয়াও খেলতে পারেন না।
তবে, বর্তমানে তিনি ম্যাঞ্চেস্টারের বাসিন্দা। সেখানেই নিজের মতো করে বাঁচছেন প্রতিদিন।