শেষ আপডেট: 9th January 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে এসেছে। গুঞ্জন উঠেছিল, স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে নাকি তাঁর বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। ২০২০ সালের ৮ অগাস্ট কোরিওগ্রাফার তথা ইউটিউবার ধনশ্রী বর্মার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন যুজি। এরপর ২২ ডিসেম্বর তাঁরা বিয়েও করে ফেলেছিলেন।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, চাহাল নাকি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ধনশ্রীর যাবতীয় ছবি মুছে ফেলেছিলেন। এরপর ডিভোর্সের গুঞ্জন কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ে। যদিও ধনশ্রীর প্রোফাইলে এখনও পর্যন্ত এই দম্পতির ছবি রয়েছে। আর সেটা দেখেই ফ্যানেরা অবাক হয়েছিলেন। ইতিমধ্যে টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, আগামী রবিবার নাকি যুজবেন্দ্র বিগ বস ১৮ মরশুমে যোগ দিতে চলেছেন।
ওই রিপোর্টে দাবি করা হয়েছে যে এই রিয়্যালিটি শো'য়ে আগামী রবিবার যে এপিসোড টেলিকাস্ট করা হবে, সেখানে শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহাল এবং শশাঙ্ক সিংকে দেখতে পাওয়া যাবে। আসন্ন আইপিএল টুর্নামেন্টে এই তিন ক্রিকেটারই পঞ্জাব কিংসের হয়ে খেলবেন।
ইতিপূর্বে এই ডিভোর্সের গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা। সোশ্যাল মিডিয়ায় তিনি সমালোচকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।
ধনশ্রী বলেছিলেন, 'গত কয়েকটা দিন আমার এবং গোটা পরিবারের কাছে যথেষ্ট কঠিন সময় কেটেছে। বোকা বোকা কিছু জল্পনার কারণে আমি যথেষ্ট মর্মাহত হয়েছি। কেউ সত্যিটা যাচাই করেনি। অযথা ট্রোলিং এবং ঘৃণা ছড়ানোর মাধ্যমে আমার সম্মানের চরিত্র হনন করা হয়েছে।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই নামটা অর্জন করার জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। আমার নীরবতাকে কখনই দুর্বলতা ভাববেন না। এটাই আমার শক্তি। সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই নেতিবাচক জিনিসপত্র ছড়িয়ে পড়ে। কিন্তু, অন্যের বিপদে পাশে দাঁড়ানোর জন্য সাহস এবং দয়ার প্রয়োজন হয়।'
ধনশ্রীর কথায়, 'আমি সবসময় সত্যের উপর জোর দিই। সেই পথেই নিজের মূল্যবোধ বজায় রেখে হাঁটতে ভালবাসি। সত্যিটা প্রমাণ করার জন্য কোনও অজুহাত দরকার হয় না।'
ইতিপূর্বে গত শনিবার চাহালও ইনস্টাগ্রামে একটি রহস্যজনক পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন, 'কঠিন পরিশ্রম একজন মানুষের চরিত্র নির্ধারণ করে। আপনি নিজের যাত্রাপথটা খুব ভাল করেই জানেন। আপনি নিজের দুঃখটা বোঝেন। এই জায়গায় পৌঁছনোর জন্য আপনাকে কী কী করতে হয়েছে, সেই ব্যাপারেও আপনি খুব ভাল করে ওয়াকিবহাল থাকেন।'