শেষ আপডেট: 5th January 2025 13:38
দ্য ওয়াল ব্যুরো : ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী বর্মার নাকি বৈবাহিক সম্পর্ক ভাঙনের মুখে। এই খবর শোনামাত্র ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। লেটেস্ট আপডেট অনুসারে, যুজবেন্দ্র এবং ধনশ্রী দুজনেই একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। এমনকী, যুজবেন্দ্র নাকি ইনস্টাগ্রাম থেকে ধনশ্রীর যাবতীয় ছবিও ডিলিট করে দিয়েছেন। যদিও দুজনেও কেউই এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।
প্রসঙ্গত, যুজবেন্দ্র এবং ধনশ্রীর লাভ স্টোরি ফিল্মি গল্পের থেকে কোনও অংশে কম নয়। ধনশ্রী পেশায় কোরিওগ্রাফার হওয়ার পাশাপাশি একজন প্রখ্যাত ইউটিউবার। সোশ্যাল মিডিয়ার সূত্রে যুজবেন্দ্রর সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। শেষপর্যন্ত ছাদনাতলায় তাঁরা সাতপাকে বাঁধা পড়েন।
সালটা ছিল ২০২০। করোনা অতিমারির কারণে কেউ বাড়ির বাইরে বেরোতে পারছেন না। গোটা দেশজুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে যুজবেন্দ্র নিজের সময়ের সদ্ব্যবহার করতে চেয়েছিলেন। আর তাই অনলাইন ডান্স ক্লাস জয়েন করেন তিনি।
আর সেইসময়ই ধনশ্রীর সঙ্গে তাঁর আলাপ হয়। ডান্স ক্লাস চলাকালীন দুজনের মধ্যে যথেষ্ট কথাবার্তা হত। চলত হাসি-ঠাট্টাও। যুজবেন্দ্রর এনার্জেটিক এবং পজিটিভ নেচার ধনশ্রীকে যথেষ্ট প্রভাবিত করেছিল। ওই বছরই অগাস্ট মাসে তাঁরা বাগদান সেরে ফেলেন। অবশেষে ডিসেম্বর মাসে বিয়ে। তাঁদের বিয়ের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছিল।