শেষ আপডেট: 9th January 2025 15:04
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের সমস্যা যেন কমতেই চাইছে না। গত কয়েকদিন ধরে ধনশ্রী বর্মার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে হাওয়া গরম ছিল। সেকারণে তাঁকে যথেষ্ট সমস্যার মধ্যেও পড়তে হয়েছিল। ইতিমধ্যে আরও একটি বড় ধাক্কা খেলেন তিনি। ব্যক্তিগত জীবনে সমস্যার পাশাপাশি আসন্ন বিজয় হাজারে ট্রফিতে হরিয়ানা ক্রিকেট স্কোয়াড থেকে তাঁর নাম বাদ পড়েছে।
এই টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ের ম্যাচেও চাহালকে রাখেনি হরিয়ানা ক্রিকেট দল। এবার নক আউট পর্যায়ের ম্যাচেও তাঁকে রাখা হল না। কোয়ার্টার ফাইনাল ম্য়াচে বাংলার বিরুদ্ধে খেলতে নামবে হরিয়ানা। দলের তরুণ ক্রিকেটারদের কথা মাথায় রেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই লেগ স্পিনারকে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হরিয়ানা ক্রিকেট দলের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, পার্থ বৎসকে তারা তৈরি করতে চায়।
যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার মধ্যে ডিভোর্সের গুঞ্জন নিয়ে ইতিমধ্যে একাধিক গুজব ছড়াতে শুরু করেছিল। যদিও ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক আধিকারিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্রিকেট পারফরম্য়ান্সের কারণেই চাহালকে দলের বাইরে রাখা হয়েছে। ওর ব্যক্তিগত জীবনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তিনি আরও যোগ করেছেন, 'আমরা শলা-পরামর্শ করেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। ভবিষ্যতের কথা মাথায় রেখেই দলের তরুণ ক্রিকেটারদের তৈরি করতে হবে। তেমন একজন ক্রিকেটাক হলেন লেগ স্পিন অলরাউন্ডার পার্থ বৎস। বর্তমানে তাঁকে আমরা দলে নিয়েছি।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই মরশুমে একটাও ম্যাচ খেলেননি যুজবেন্দ্র চাহাল। কিন্তু, গত মরশুমে হরিয়ানাকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। তিনি ১৮ উইকেট শিকার করেন। একটা সময় চাহাল টিম ইন্ডিয়ার ওয়ানডে এবং টি-২০ স্কোয়াডের তারকা স্পিনার ছিলেন। কিন্তু, হালে তিনি ভারতীয় ক্রিকেট দলে খুব একটা সুযোগ পাননি। আশঙ্কা করা হচ্ছে, সেকারণেও তাঁকে দল থেকে বাদ দেওয়া হতে পারে। ২০১৬ সালে টিম ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেছিলেন তিনি। এরপর ৭২ ওয়ানডে এবং ৮০ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। দুটো ফরম্যাটে তিনি যথাক্রমে ১২১ এবং ৯৬ উইকেট শিকার করেন। ভারতের হয়ে এই লেগস্পিনার ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-২০ ম্য়াচ খেলেছিলেন। অন্যদিকে, ২০২৩ সালের জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি শেষ ওয়ানডে ম্য়াচ খেলেন।