শেষ আপডেট: 5th January 2025 08:00
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার এই পাওয়ার কাপল আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবার এই গুঞ্জনেই আরও খানিকটা ঘৃতাহুতি করলেন চাহাল নিজেই।
ইনস্টাগ্রামে তিনি একটি ক্রিপ্টিক পোস্ট করেছেন। এই পোস্ট দেখার পরই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে আরও রহস্য বাড়তে শুরু করেছে। প্রসঙ্গত, ২০২০ সালে যুজবেন্দ্র এবং ধনশ্রী বিয়ে করেছিলেন।
এই ইনস্টা পোস্টে যুজবেন্দ্র লিখেছেন, 'কঠিন পরিশ্রম একজন মানুষের চরিত্র নির্ধারণ করে। আপনি নিজের যাত্রাপথটা খুব ভাল করেই জানেন। আপনি নিজের দুঃখটা বোঝেন। এই জায়গায় পৌঁছনোর জন্য আপনাকে কী কী করতে হয়েছে, সেই ব্যাপারেও আপনি খুব ভাল করে ওয়াকিবহাল থাকেন।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'গোটা বিশ্ব এই কথাটা জানে। আপনি কতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকেন, সেটা সকলেই বুঝতে পারেন। বাবা-মা'কে গর্বিত করার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলেছেন। সবসময় একজন গর্বিত সন্তানের মতোই বাবা-মায়ের পাশে থেকো।'