শেষ আপডেট: 8th January 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো : যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদ নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে। ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দাবি করা হয়েছে, চাহাল এবং ধনশ্রীর মধ্যে ভিডিও করে কথাবার্তা হয়েছে। কিন্তু, এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। টিম ইন্ডিয়ার ক্রিকেটার চাহাল ইতিপূর্বে ইনস্টাগ্রাম থেকে ধনশ্রীর যাবতীয় ছবি ডিলিট করে দিয়েছিলেন। এরপরই ডিভোর্সের গুঞ্জন কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
আসলে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে চাহাল এবং ধনশ্রীকে একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। দুজনেই দুটো আলাদা ফ্রেমে রয়েছে। এরপরই দাবি করা হচ্ছে, দুজনের মধ্যে নাকি ভিডিও কলে কথাবার্তা হয়েছে। কিন্তু, মনে করা হচ্ছে যে এই ভিডিওটি অনেকটাই পুরনো। এমনকী, ভিডিওটি ভুয়ো বলেও আশঙ্কা করা হচ্ছে। এই ভিডিওর ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রীর মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রথমবার আলাপ হয়েছিল। এরপর ভারতের এই ক্রিকেটার নাচ শেখার ইচ্ছে প্রকাশ করেন। বন্ধুত্বের সম্পর্ক অল্পদিনের মধ্যেই প্রেমের জোয়ারে ভাসতে শুরু করেছে। অবশেষে ছাদনাতলায় সেই সম্পর্ক পরিণতি লাভ করে। ২০২০ সালে যুজবেন্দ্র এবং ধনশ্রী বিয়ে করেছিলেন। কিন্তু, এখন সেই সম্পর্কে অনেকটাই দুরত্ব এসেছে। কিন্তু, কী কারণে এই দুরত্ব বাড়ল, সেটা এখনও পর্যন্ত জানা যায়নি।
View this post on Instagram
ধনশ্রী এবং চাহালের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমবার পরিচয় হয়েছিল। এবার সেই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই তাঁরা বিচ্ছেদের ইঙ্গিতও দেন। ইতিপূর্বেই ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে চাহাল পদবি সরিয়ে দিয়েছিলেন। এবার যুজবেন্দ্রও ধনশ্রীর যাবতীয় ছবি ডিলিট করে দেন।