শেষ আপডেট: 4th January 2025 14:28
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার তারকা স্পিন বোলার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদ নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছে। এবার সেই বিতর্কে ঘৃতাহুতি করলেন ধনশ্রী এবং যুজবেন্দ্র নিজেরাই। ইতিমধ্যে তাঁরা একে অপরকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন।
ভারতীয় ক্রিকেট দলের এই পাওয়ার কাপল ইতিমধ্যে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন। এখানেই শেষ নয়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ধনশ্রীর যাবতীয় ছবিও ডিলিট করে দিয়েছেন যুজি। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার সমর্থকরা আশঙ্কা করছেন, হয়ত তাঁরা বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন। যদিও এই ডিভোর্সের ব্যাপারে যুজবেন্দ্র কিংবা ধনশ্রী, কেউই কোনও বিবৃতি দেননি।
এনডিটিভি-র একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টাইমস অফ ইন্ডিয়াকে নাকি ঘনিষ্ঠ সূত্র এই খবরটি কনফার্ম করেছে। বিবাহ বিচ্ছেদের গুঞ্জন একেবারে সত্যি। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কিন্তু, কী কারণে এই ডিভোর্স হচ্ছে, সেই ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানতে পারা যায়নি। কিন্তু, তাঁরা যে অনেকদিন ধরেই একে অপরের থেকে দুরত্ব বজায় রাখছিলেন, সেটা দিনের আলোর মতো স্পষ্ট ছিল।