শেষ আপডেট: 2nd September 2024 15:24
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের সাফল্যে যুবরাজ সিংয়ের অবদান অনস্বীকার্য। সম্প্রতি তাঁর বাবা যোগরাজ সিংয়ের একটি ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। এই ইন্টারভিউয়ে তিনি অভিযোগ করেছেন, যুবরাজ সিংয়ের কেরিয়ার ধ্বংস হওয়ার পিছনে মহেন্দ্র সিং ধোনির নাকি হাত রয়েছে। এমনকী, তাঁর সমালোচনার মুখে পড়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও।
এইসব বিতর্কিত মন্তব্যের মধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে যোগরাজ সিং আবেদন করেন যে তাঁর ছেলে যুবরাজ সিংকে যেন ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের হয়ে যুবরাজ সিং ৪০টি টেস্ট ম্যাচ, ৩০৪টি ওয়ানডে এবং ৫৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। এই তিনটে ফরম্যাট মিলিয়ে ১০ হাজারের বেশি রান করেছেন। টিম ইন্ডিয়ার কিংবদন্তী সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর যুবরাজ সিং একদিনের ক্রিকেটে পাঁচ হাজার রান করার পাশাপাশি ১০০টি উইকেটও শিকার করেছেন। ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
ভারতীয় ক্রিকেট দলের হয়ে দু'বার বিশ্বকাপ খেতাব জয়ের পিছনে যুবরাজ সিং যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। ১৯৮৩ সালের পর টিম ইন্ডিয়া ২০০৭ সালে ফের ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল। এই টুর্নামেন্টে তিনি ইংল্যান্ডের তারকা পেস বোলার স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে এক ওভারে ৬ ছক্কা হাঁকান এবং গোটা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন।
এরপর ২০১১ সালে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপেও যুবরাজ সিং যথেষ্ট 'দমদার' পাকরফরম্যান্স করেছিলেন। টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই টুর্নামেন্টে তিনি ৩৬২ রান করার পাশাপাশি ১৫টি উইকেটও শিকার করেছিলেন। মোট চারবার তাঁর হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। শেষপর্যন্ত প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কারও তাঁকেই দেওয়া হয়।
যোগরাজ সিং স্পষ্ট জানিয়ে দেন যে তাঁর ছেলে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিল। আর সেকারণেই তাঁকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা উচিত। প্রসঙ্গত, দেশের ক্রীড়া জগত থেকে ভারতের এই সর্বোচ্চ সম্মান এখনও পর্যন্ত একমাত্র সচিন তেন্ডুলকরকেই দেওয়া হয়েছে।