শেষ আপডেট: 30th September 2024 08:35
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন পিডিপি নেত্রী ইলতিজা মুফতি। তিনি যুবরাজকে একজন গড়পড়তা ক্রিকেটার বলেও উল্লেখ করেন। এর পাশাপাশি তিনি বলেছেন, যুবরাজ সিং একেবারেই জেন্টলম্য়ান নন।
প্রসঙ্গত, সম্প্রতি যুবরাজ সিং জানিয়েছিলেন যে ২০০৭-০৮ মরশুমে ভারতীয় ক্রিকেট দল যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, সেইসময় বলিউডের এক স্বনামধন্য অভিনেত্রী তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। যদিও তিনি সেই অভিনেত্রীর নাম উল্লেখ করেননি। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট সমালোচনা হয়েছে।
যুবরাজ সিংয়ের এহেন মন্তব্যের কড়া সমালোচনা করলেন ইলতিজা মুফতিও। তিনি বললেন, 'এটা যথেষ্ট নিন্দনীয় একটি ঘটনা। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরও আমাদের সমাজ মহিলাদের চরিত্র বিচার করে। তাঁদের পাশে কখনই দাঁড়ায় না। মহিলাদের সবসময় অপমান করে। গোটা ব্যাপারটা আরও নোংরা করে তোলে। যুবরাজ সিং একজন গড়পড়তা ক্রিকেটার। ও একেবারেই ভদ্র নয়।'
সম্প্রতি একটি পডকাস্ট শো'য়ে এসেছিলেন যুবরাজ সিং। সেখানে তিনি ফাঁস করেন যে ক্যানবেরায় বলিউডের একজন অভিনেত্রী তাঁর পিছু নিয়েছিলেন। কিন্তু, ক্রিকেটে ফোকাস বাড়াতে তিনি ওই অভিনেত্রীর সঙ্গে দুরত্ব বাড়াতে চেয়েছিলেন। যুবরাজ বলেন, 'ওই সময় আমি অস্ট্রেলিয়ায় ছিলাম। বলিউডের একজন অভিনেত্রী আমার সঙ্গে দেখা করার জন্য ক্যানবেরায় এসেছিল। আমি ওকে বলেছিলাম যে এই সফরটা আমার কেরিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেকারণে আমি আপাতত ক্রিকেট নিয়েই চিন্তাভাবনা করতে চাই।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমরা ক্যানবেরার থেকে অ্যাডিলেডের দিকে যাচ্ছিলাম। ওই অভিনেত্রী আমার সুটকেস গুছিয়ে দিয়েছিল। এমনকী আমার জুতোও প্যাক করে দিয়েছিল। আমার যে আর কোনও জুতো নেই, এই কথাটা আমি বাস ধরার মাত্র ১০ মিনিট আগে জানতে পারি। ওই অভিনেত্রী আমাকে বলেন যে তাঁর গোলাপি রংয়ের স্লিপার পায়ে গলিয়ে চলে যেতে। জুতো না থাকার কারণে আমাকে সেটাই করতে হয়েছিল।'