শেষ আপডেট: 2nd September 2024 14:26
দ্য ওয়াল ব্যুরো: ফের বিস্ফোরক মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে। এবার তিনি ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেবের বিরুদ্ধে তোপ দাগলেন।
জানা গেছে, ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক কপিল দেবের সঙ্গে যোগরাজ সিংয়ের সম্পর্ক একেবারে ভালো নয়। ১৯৮১ সালে ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়েছিলেন যোগরাজ। তারপর থেকেই হরিয়ানা হারিকেনের সঙ্গে তাঁর সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। এমনকী, যোগরাজ সিং বেশ কয়েকবার এই অভিযোগও করেছেন যে কপিল দেবের মদতেই ভারতীয় ক্রিকেট দল থেকে তাঁকে বাদ পড়তে হয়েছিল।
সম্প্রতি একটি ইন্টারভিউয়ে যোগরাজ সিং বলেন, 'আমাদের সময়ে সবথেকে সফল অধিনায়ক ছিলেন কপিল দেব। আমি ওঁকে হুঁশিয়ারি দিয়েছিলাম যে এমন অবস্থা করব যে গোটা ক্রিকেট বিশ্ব তোমাকে অভিশাপ দেবে। আজ যুবরাজ সিংয়ের কাছে ১৩টি ট্রফি রয়েছে। আর ওঁর কাছে রয়েছে মাত্র একটা। বিশ্বকাপ। এখানেই তো যাবতীয় আলোচনার পথ বন্ধ হয়ে যায়।'
ইতিপূর্বে অবশ্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও রেয়াত করেননি যোগরাজ। তাঁর কথায়, ধোনির জন্যই নাকি যুবরাজ সিংয়ের কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ায় ধোনির প্রভাব প্রতিপত্তি এতটা বেশি না থাকলে যুবরাজ হয়ত আরও ৪-৫ বছর অনায়াসে খেলতে পারতেন। এমনকী, তিনি একথাও বলেন যে ধোনিকে কোনওদিন তিনি ক্ষমা করতে পারবেন না। এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছিল।
যোগরাজ সিং বলেন, 'ধোনিকে আমি কখনও ক্ষমা করতে পারব না। ওর উচিত আয়নায় নিজের মুখটা দেখা। ধোনি অনেক বড় ক্রিকেটার হতে পারে, কিন্তু আমার ছেলের বিরুদ্ধে ও যা করেছে, সেটা সকলের কাছেই স্পষ্ট হয়ে গিয়েছে। এটা কোনওদিন ভুলতে পারব না। জীবনে দুটো কাজ আমি কখনও করিনি। প্রথমত, যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাঁকে কখনও ক্ষমা করতে পারিনি। দ্বিতীয়ত, কখনও তাঁদের আলিঙ্গন করিনি। সেটা আমার পরিবার হোক কিংবা সন্তান।'