শেষ আপডেট: 30th December 2024 09:12
দ্য ওয়াল ব্যুরো : অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে ক্রমশ আশার আলো দেখতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। সৌজন্যে যশস্বী জয়সওয়ালের হাফসেঞ্চুরি। শুরুতেই রোহিত শর্মা (৯), কেএল রাহুল (০) এবং বিরাট কোহলি (৫) ফিরে যাওয়ার পর এককথায় মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল। কিন্তু, ঋষভের ব্যাটিং ভারতীয় ব্যাটিং ডিপার্টমেন্টকে অনেকটাই অক্সিজেন দিল।
দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই যথেষ্ট দেখে শুনে খেলছিলেন যশস্বী। সময় নিয়েছেন, উইকেটে চোখ সেট করেছেন এবং তারপর হাফসেঞ্চুরি করেছেন। ১২৭ বলে তাঁর ব্যাট থেকে ঝকঝকে ৫০ রান বেরিয়ে এসেছে। ইতিমধ্যে ৭ বাউন্ডারি মেরেছেন তিনি।
তবে যশস্বীর এই লড়াইয়ে যোগ্য সঙ্গত দিচ্ছেন ২০২১ সালে ব্রিসবেন টেস্টের নায়ক ঋষভ পন্থ। এই টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে দায়িত্বজ্ঞানহীন শট খেলার জন্য ঋষভের উপর বেজায় চটে গিয়েছিলেন সুনীল গাভাসকার। এমনকী, তাঁকে 'স্টুপিড' বলেও অপমান করেন। দ্বিতীয় ইনিংসে একেবারে অন্য ঋষভকে দেখতে পাওয়া যাচ্ছে। চতুর্থ উইকেটে ইতিমধ্যে তিনি যশস্বীর সঙ্গে জুটি বেঁধে ৮২ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন। আপাতত ৪০ ওভার শেষে টিম ইন্ডিয়া ৩ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে।
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিচ মেলবোর্ন টেস্ট যদি ড্র হয়ে যায়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সমীকরণ একেবারে বদলে যাবে। এই ম্য়াচ ড্র হলেও সিডনি টেস্ট যদি টিম ইন্ডিয়া জিততে পারে, তাহলে ভারতের PCT ৫৭.০১৭ হয়ে যাবে। এই পরিস্থিতিতে রোহিত শর্মারা আশা করবেন, শ্রীলঙ্কা যেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে একটা অন্তত ড্র করে। সেক্ষেত্রে ভারতের কোয়ালিফিকেশনের রাস্তা সাফ হয়ে যাবে।