শেষ আপডেট: 3rd January 2025 06:01
দ্য ওয়াল ব্যুরো : ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সিডনি টেস্ট ম্যাচ। এই ম্যাচে বিশ্রামের আড়ালে কার্যত 'বাদ' দেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে। এই ম্যাচে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন কেএল রাহুল। কিন্তু, দুজনের কেউই সিডনি টেস্টের প্রথম ইনিংসে বড় রান করতে পারলেন না।
পঞ্চম ওভারের শেষ বলেই ফিরলেন কেএল রাহুল। এই ম্যাচের শুরু থেকেই ব্যাট হাতে ছন্দে ছিলেন না তিনি। সবুজ উইকেটে গতির লড়াইয়ে তিনি বারংবার পরাস্ত হচ্ছিলেন। শেষপর্যন্ত ফরোয়ার্ড স্কোয়ারে কনস্টাসের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে গেলেন। ১৪ বলে মাত্র ৪ রানই করতে পারলেন তিনি।
আশা ছিল, সিডনিতেও হয়ত ভারতের বৈতরণী পার করতে পারবেন। কিন্তু, তিনিও ব্যর্থ হলেন। অষ্টম ওভারের চতুর্থ বলে স্কট বোল্যান্ডের শিকার হলেন তিনি। তৃতীয় স্লিপে ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন যশস্বী। ২৬ বলে ১০ রান করেছেন তিনি।
অল্পের জন্য 'গোল্ডেন ডাক' হতে হতে বেঁচে যান বিরাট কোহলি। দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে স্টিভ স্মিথ অসাধারণ একটা ডাইভ দেন। আর লাবুশেন শেষপর্যন্ত বলটা তালুবন্দি করেছিলেন। কিন্তু, স্মিথ ডাইভ দেওয়া সময় তাঁর আঙুলে বলটা লেগে ঘাসে সামান্য স্পর্শ করে। অনফিল্ড আম্পায়ার সিদ্ধান্তটা তৃতীয় আম্পায়ারের উপর ছেড়ে দেন। তিনি নট আউটের সিদ্ধান্ত দেন। অল্পের জন্য হাঁফ ছেড়ে বাঁচেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। ১০ ওভার শেষে টিম ইন্ডিয়া ২ উইকেটে ২৩ রান করেছে।