শেষ আপডেট: 30th October 2024 14:36
দ্য ওয়াল ব্যুরো : হাতে আর বেশি সময় নেই। আগামী ৩১ অক্টোবরের মধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের প্রকাশ করতে হবে রিটেনশন তালিকা। সেই অনুসারে আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা অকশন আয়োজন করা হতে পারে। এবার আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বাধিক ৬ ক্রিকেটারকে রিটেন করতে পারবেন। এরমধ্যে পাঁচজনের বেশি ক্যাপড ক্রিকেটার থাকতে পারবেন না। অন্যদিকে, প্রতিটা ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ২ আনক্যাপড ক্রিকেটারকে রিটেন করতে পারবেন। কিন্তু, আপনারা শুনলে অবাক হবেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এমন একজন ক্রিকেটার রয়েছেন, যিনি আর রিটেন হতে চান না।
২০২৩ আইপিএল টুর্নামেন্টে একেবারে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের তারকা ফিনিশার রিঙ্কু সিং দয়ালকে ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়েছিলেন। জিতিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে। এরপর ২০২৪ আইপিএল নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যশ দয়ালকে ৫ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল।
এখনও পর্যন্ত যশ দয়াল টিম ইন্ডিয়ার হয়ে ডেবিউ করতে পারেননি। এই পরিস্থিতিতে তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসেবেই রিটেনড হতে হবে। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের নিয়ম অনুসারে, আনক্যাপড ক্রিকেটারদের যদি রিটেন করা হয়, তাহলে তিনি ৪ কোটি টাকা পাবেন। এই পরিস্থিতিতে আরসিবি ফ্র্যাঞ্চাইজি যদি যশ দয়ালকে রিটেন করে, তাহলে তাঁকে ৪ কোটি টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে গত বছরের তুলনায় ১ কোটি টাকা লোকসান হবে। সেকারণেই তিনি মেগা অকশনে অংশগ্রহণ করতে চান।
যদিও ২০২৪ আইপিএল মরশুমে যশ দয়াল যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। লিগ পর্যায়ের শেষ ম্য়াচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি মহেন্দ্র সিং ধোনিকে আউট করে দলকে জিতিয়েছিলেন। এই জয়ের সৌজন্যেই প্লে-অফের টিকিট কনফার্ম করেছিল আরসিবি। ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে খেলেন যশ দয়াল। এখনও পর্যন্ত আইপিএল টুর্নামেন্টে তিনি ২৮ ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন।