শেষ আপডেট: 4th November 2024 12:24
দ্য ওয়াল ব্যুরো: অবসরের ঘোষণা করলেন দেশের অন্য়তম সেরা উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। জানিয়েছেন, চলতি রনজি ট্রফির পরই তিনি নিজের ক্রিকেট কিট তুলে রাখতে চান। পাশাপাশি বাংলা ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি যে খুশি, সেকথাও জানাতে ভুললেন না।
প্রসঙ্গত, ঋদ্ধিমানকে ইতিমধ্যেই বিসিসিআই-এর কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকী, ২০২৫ আইপিএল টুর্নামেন্টের আগে গুজরাট টাইটান্সও তাঁকে রিলিজ করে দিয়েছে।
ঋদ্ধিমান লিখেছেন, 'ক্রিকেটে আমার স্মরণীয় সফর শেষ হতে চলেছে। এটাই আমার শেষ মরশুম হতে চলেছে। বাংলার হয়ে শেষ ম্যাচটা খেলতে পেরে আমি গর্বিত। চলতি রনজি ট্রফির পরই আমি অবসর গ্রহণ করতে চাই।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমার এই বর্ণাঢ্য সফরে সবাই যেভাবে পাশে দাঁড়িয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টই আমার কাছে সবকিছু। চলুন, এই শেষ মরশুমটাও স্মরণীয় করে রাখা যাক...'
একটা সময় ভারতীয় টেস্ট ক্রিকেট দলে অন্যতম চেনা মুখ ছিলেন ঋদ্ধিমান সাহা। বিশেষ করে দেশের মাটিতে কোনও টেস্ট ম্য়াচের আয়োজন করা হলেই, উইকেটের পিছনে তাঁকে দেখতে পাওয়া যেত। কিন্তু, ২০২৩ সালে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে ঋদ্ধিমান সাহার নাম বাদ দেওয়া হয়। এরপর থেকে তিনি আর ভারতীয় টেস্ট স্কোয়াডে কামব্যাক করতে পারেননি।
স্পোর্টসস্টার-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেটের যাবতীয় ফরম্যাট থেকেই অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন ঋদ্ধিমান সাহা। এমনকী, সেই তালিকায় আইপিএল টুর্নামেন্টও রয়েছে। আর সেকারণেই চলতি মাসের শেষের দিকে আইপিএল টুর্নামেন্টের মেগা অকশনে তিনি নিজের নাম পর্যন্ত রেজিস্টার করেননি। সূত্রের খবর, গুজরাত টাইটান্স ফ্র্যাঞ্চাইজিকে ঋদ্ধিমান আগেই জানিয়ে দিয়েছিলেন যে ২০২৪ মরশুমের পর তিনি আর এই টুর্নামেন্টে খেলবেন না।
আর সেকারণেই গুজরাত টাইটান্স ঋদ্ধিকে রিটেন করেনি। ২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত আইপিএল টুর্নামেন্টের প্রত্যেকটা মরশুমে খেলেছেন তিনি। এই নজির অবশ্য খুব বেশি ক্রিকেটারের কাছে নেই।
ভারতের এই অভিজ্ঞ উইকেটকিপার এখনও পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল টুর্নামেন্ট খেলেছেন। সেগুলো হল - কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাত টাইটান্স।