শেষ আপডেট: 3rd December 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো : বিশ্বের সবথেকে ধনী ক্রিকেটারের নাম উঠলেই সবার আগে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির নাম শুনতে পাওয়া যায়। কিন্তু, ভারতেই এমন একজন ঘরোয়া ক্রিকেটার রয়েছেন, যিনি আজ পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করেননি। এমনকী, খেলেননি আইপিএল টুর্নামেন্টেও। কিন্তু, আর্থিক বৈভবে তিনি ধোনি, বিরাট এবং সচিনকে হেলায় মাত দিয়েছেন।
আসলে, দেশের কোটিপতি কুমার মঙ্গলের ছেলে আর্যমান বিড়লার কথা এখানে বলা হচ্ছে। আর্যমান মধ্যপ্রদেশের হয়ে ক্রিকেট খেলতেন। রনজি ট্রফির পাশাপাশি বেশ কয়েকটি ঘরোয়া টুর্নামেন্টেও তাঁকে দেখা গিয়েছে। ২০২৩ সালে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আর্যমান। কিন্তু, এই দায়িত্ব গ্রহণ করার আগে একজন ক্রিকেটার হিসেবে তিনি নিজের কেরিয়ার গড়তে চেয়েছিলেন তিনি।
১৯৯৭ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন আর্যমান। এরপর তিনি মধ্যপ্রদেশের রিভা অঞ্চলে চলে যান। সেখানেই জুনিয়র সার্কিট ক্রিকেটে তিনি অংশগ্রহণ করতে শুরু করেন। ২০১৭ সালে রনজি ট্রফিতে মধ্যপ্রদেশ বনাম ওড়িশা ম্যাচে ডেবিউ করেন তিনি। অভিষেক ম্য়াচেই রজত পতিদারের সঙ্গে জুটি বেঁধে আর্যমান ৭২ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন।
২০১৮ আইপিএল মরশুমে রাজস্থান রয়্যালস দলে যোগ দিয়েছিলেন আর্যমান। কিন্তু, প্রথম একাদশে খেলার সুযোগ পাননি তিনি। ২০১৯ সালে তিনি ক্রিকেট থেকে অবসর নেন এবং পারিবারিক ব্যবসায় মনোনিবেশ করেন।
আর্যমানের মোট সম্পত্তির পরিমাণ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সূত্রের খবর, এই অঙ্কটা আনুমানিক ৭০ হাজার কোটি হবে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, মহেন্দ্র সিং ধোনির কাছে ১ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। বিরাট কোহলির কাছে ১,০৫০ কোটি টাকা এবং সচিনের কাছে ১,২৫০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।