প্যাট কামিন্সদের কাছে আজ শেষ চারের মরিয়া লড়াই।
শেষ আপডেট: 8th May 2024 13:45
দ্য ওয়াল ব্যুরো: আওয়ধি নাকি হায়দরাবাদি? মশলায়, স্বাদে, গন্ধে কোন বিরিয়ানি ভাল? আপনি যদি বিরিয়ানি-প্রেমী হন, এই প্রশ্ন তো আপনাকে প্রায়ই শুনতে হয়, তাই না? লখনউ বা হায়দরাবাদ, ভারতের এই দুই শহরে বেড়াতে গেলেন, অথচ বিরিয়ানি চাখলেন না, এ তো অনেকটা প্যারিসে গিয়ে আইফেল টাওয়ার না দেখে চলে আসার মত! আজ সেই চারমিনার, গোলকোণ্ডা দুর্গের শহরে, নিজামের রাজধানীতে দুই বিরিয়ানি-তীর্থের লড়াই হবে ব্যাটে-বলে। সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি লখনউ সুপার-জায়ান্টস।
প্লে-অফের লড়াই রীতিমত জমে গিয়েছে। হুট করে যেভাবে সানরাইজার্স হায়দরাবাদ গত পাঁচ ম্যাচের তিনটেতেই বেমক্কা হেরে গিয়ে বেকায়দায় পড়েছে, তাতে এবার শেষ দুটো বার্থে কারা টিকিট পাবে, সেটা খুবই অনিশ্চিত। হায়দরাবাদের আর তিনটে ম্যাচ বাকি, তিনটেই তারা ঘরের মাঠে খেলবে। এই একটা সুবিধে। কিন্তু মুম্বইয়ের মত ধুঁকতে থাকা দলও যেভাবে আগের ম্যাচে হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইন-আপকে ল্যাজেগোবরে করে দিয়েছে, তাতে প্যাট কামিন্সদের এবার চিন্তা বাড়া উচিত। ওপেনে ট্র্যাভিস হেড কোনওমতে ৪৮ করেছেন। রোজ রোজ তিনি জেতাবেন, আশা করা যায় না। কিন্তু অভিষেক শর্মা, হাইনরিখ ক্লাসেন, নীতিশ রেড্ডি, আব্দুল সামাদ, মায়াঙ্ক আগরওয়াল, মার্কো জ্যানসেন সবাই ব্যর্থ। গোটা মিডল অর্ডারের রান দেখলে মনে হবে বোলাররা ব্যাট করতে নেমেছিল। সর্বোচ্চ স্ট্রাইক রেট নয় নম্বরে নামা প্যাট কামিন্সের। ১৭ বলে ৩৫ না করলে দেড়শোও হয়ত পেরতো না হায়দরাবাদের।
লখনউ অধিনায়ক কেএল রাহুলকে এটা কি বাড়তি স্বস্তি দেবে? পরিসংখ্যানও ওদিকেই। তিনবার মুখোমুখি হয়েছে লখনউ ও হায়দরাবাদ, তিনবারই হায়দরাবাদকে হারিয়েছে লখনউ। মোটের ওপর লখনউ ছন্দে আছে। অধিনায়ক রাহুল ও কুইন্টন ডি-কক রান পাচ্ছেন। শেষের দিকে নিকোলাস পূরণও চালিয়ে খেলে দিচ্ছেন। সেখানে হায়দরাবাদের তিন নম্বরে ঠিক কে খেলবে সেই নিয়েই ধোঁয়াশা। ছয়জন খেলে ফেলেছেন, কাউকে থিতু করা যায়নি। এই পুরো ব্যাপারে ট্যুইস্ট একটাই। যদি হায়দরাবাদ দাঁড়িয়ে যায়! সেক্ষেত্রে ছক্কা মারার রেটে লখনউয়ের থেকে অনেক এগিয়ে তারা। সেক্ষেত্রে মোহসিন খান, নবীন উল-হক, রবি বিষ্ণোইদের বাড়তি দায়িত্ব নিতে হবে।
রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ বৃষ্টির পূর্বাভাস আছে। অবশ্য তাতে বিশেষ চিন্তার কিছু নেই। মধ্যভারত জুড়েই একটা নিম্নচাপ অক্ষরেখা কাজ করছে। কয়েক পশলা বৃষ্টি হলে ম্যাচ গড়াতে পারে রাতের দিকে। এই ম্যাচে বাড়তি আগ্রহের জায়গা প্যাট কামিন্স ও লখনউ কোচ জাস্টিন ল্যাঙ্গারের সম্পর্ক। ২০২২ অবধি অস্ট্রেলিয়ার কোচ ছিলেন ল্যাঙ্গার। পরে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকায় ইস্তফা দেন ল্যাঙ্গার। সমালোচনা করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে এক হাত নিয়েছিলেন। ব্যাপারটা মোটেই ভালোভাবে নেননি প্যাট কামিন্স। আজকের ম্যাচে কি সেসব জবাব দেবেন? লিগ টেবলে যা অবস্থা, তাতে এরপর আর সুযোগ পাওয়া যাবে না কিন্তু।
ইতিমধ্যেই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস। লখনউ নিজেরাও আছে। পয়েন্টস টেবলে চার নম্বরে আছে হায়দরাবাদ। লখনউ ছয়ে। আজকের ম্যাচ জিতলে প্লে-অফের রাস্তা অনেকটাই পাকা করে ফেলবে লখনউ। এমনিতে শেষ চারের দৌড়ে মোটের ওপর রাস্তা পাকা করে ফেলেছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। বাকি লড়াই এই চার দলের মধ্যে। আজকের ম্যাচে জিতলে কার পাল্লা ভারি হয় সেটাই দেখার।