শেষ আপডেট: 2nd November 2024 16:25
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ আইপিএল মেগা অকশনের আগে রিটেনশন তালিকা প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। এই তালিকায় সবাইকে কার্যত চমকে দিয়েছে। গত মরশুমে যে অধিনায়কের নেতৃত্বে আইপিএল খেতাব জিতেছিল কেকেআর, সেই শ্রেয়স আইয়ারকেই তারা রিলিজ করে দিয়েছে।
টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স দলের সিইও জানালেন যে শ্রেয়সকে কেন রিটেন করল না কেকেআর ফ্র্যাঞ্চাইজি। তিনি জানালেন, রিটেনশন তালিকায় পছন্দের শীর্ষে ছিলেন শ্রেয়স আইয়ার।
কলকাতা নাইট রাইডার্স দলের সিইও ভেঙ্কি মাইসোর জানালেন শ্রেয়স আইয়ারকে কেন শেষপর্যন্ত রিটেন করা হল না। রেভস্পোর্টসকে একটি ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বললেন, 'রিটেনশন প্রক্রিয়ায় সবথেকে মজার বিষয় এটাই যে এরমধ্যে বেশ কয়েকটা দিক থাকে। সেগুলোই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তবে রিটেনশনের ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, দল এবং ক্রিকেটারদের মধ্যে একটা পারষ্পরিক সম্মতি থাকে। সেটা অনেকেই বুঝতে চান না। এক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজির কোনও জোর খাটে না।'
পাশাপাশি তিনি আরও যোগ করলেন, 'ক্রিকেটারদেরও বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়। অনেক সময়ই কিছু বিষয় নিয়ে দু'তরফের সম্মতি আসে না। এর অনেকগুলো কারণ থাকতে হবে। কখনও অর্থ, কখনও প্লেয়াররা নিজেদের মূল্য বুঝতে চায়, কখনও বা আবার অন্যকিছু। এই প্রত্যেকটা ব্যাপারই যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে এটুকু বলতে পারি যে আমাদের রিটেনশন তালিকায় শীর্ষস্থানে ছিলেন শ্রেয়স আইয়ার।'
কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হিসেবে গত মরশুমটা যথেষ্ট স্মরণীয় কেটেছে। শ্রেয়সের দুর্দান্ত নেতৃত্বে কেকেআর এই নিয়ে মোট তৃতীয়বার আইপিএল খেতাব জয় করল।
ক্যাপ্টেন্সির পাশাপাশি ব্যাট হাতেও শ্রেয়স যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলেন। ১৪ ম্যাচে তিনি ১৪৬ স্ট্রাইক রেটে মোট ৩৫১ রান করেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, শ্রেয়সকে যে কোনও মূল্যে রিটেন করতে চাইবে কেকেআর। কিন্তু, শেষপর্যন্ত ফ্র্যাঞ্চাইজি এবং অধিনায়কের মধ্যে শেষপর্যন্ত মতের মিল হয়নি।