শেষ আপডেট: 30th November 2024 16:22
দ্য ওয়াল ব্যুরো : টেস্ট ক্রিকেটে আপনি লাল রংয়ের বল আপনি হামেশাই দেখতে পান। কিন্তু, দিন-রাতের টেস্ট ম্যাচ হলেই বদলে যায় বলের রং। লাল থেকে হয়ে যায় গোলাপি। দিন-রাতের টেস্ট ম্যাচে কেন গোলাপি বল ব্যবহার করা হয়ে থাকে? এর পিছনে একটি মজাদার কারণ রয়েছে। আসুন, সেটাই আপাতত জেনে নেওয়া যাক। গোলাপি বলে খেললে কী কী সুবিধা পাওয়া যায়।
বর্তমানে গোটা বিশ্বের প্রতিটা খেলাতেই বিজ্ঞানের সাহায্য নেওয়া হয়। ক্রিকেটও ব্যতিক্রম নয়। এমনকী, ক্রিকেটাররা যে জার্সি পরে মাঠে নামেন, সেটাও বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হয়। যেমন - একদিনের ক্রিকেটে রঙিন জার্সি পরে সাদা বলে খেলা হয়। তেমনই টেস্ট ক্রিকেটে সাদা রংয়ের জার্সি পরে ক্রিকেটাররা মাঠে নামলেও, খেলা আদতে হয় লাল বলে। সাদা রংয়ের জার্সি পরিধানের অন্য়তম কারণ হল এতে গরম বেশি লাগে না। সাদা রং সূর্যের উত্তাপ শোষণ করে। আর বলটাও স্পষ্ট দেখতে পাওয়া যায়।
টেস্ট ক্রিকেটে মূলত তিন প্রকারের বল ব্যবহার করা হয়। কোকাবুরা, এসজি এবং ডিউক। প্রতিটা ফরম্য়াটে আলাদা আলাদা রংয়ের বল ব্যবহৃত হয়ে থাকে। প্রথমে টেস্ট ম্যাচে শুধুমাত্র লাল বলেরই ব্যবহার হত। কিন্তু, এখন গোলাপি বলও ব্যবহার করা হয়। ২০১৯ সালের ২২ নভেম্বর ভারত প্রথমবার দিন-রাতের টেস্ট ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিল। এই ম্যাচে জয়লাভ করেছিল টিম ইন্ডিয়া।
লাল এবং গোলাপি বলের সবথেকে বড় পার্থক্য এর প্রক্রিয়ায় রয়েছে। লাল বলের চামড়া রং করা হয়। এটা চকচকে করার জন্য একটি বিশেষ প্রক্রিয়া অবলম্বন করা হয়। অন্যদিকে, গোলাপি বলের চামড়ায় এক বিশেষ ধরনের 'ডাই' ব্যবহার করা হয়ে থাকে। এটাই বলটির 'বিশেষত্ব' পৃথক করে। গোলাপি বলের উপর রংটা 'কোটিং' হিসেবে ব্যবহার করা হয়। যেভাবে কোনও গাড়ির উপরে রং করা হয়। আর সেকারণেই নতুন গোলাপি বল লাল রংয়ের বলের তুলনায় অনেক বেশি সুইং করে। কারণ এই বলে রংয়ের অতিরিক্ত স্তর থাকে।