শেষ আপডেট: 17th December 2024 12:17
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত তৃতীয় টেস্ট ম্যাচটি ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হচ্ছে। বেশ কয়েকবার বৃষ্টির কারণে এই ম্য়াচ বন্ধ করতে হয়েছে। ইতিমধ্যে ম্য়াচের চতুর্থ দিন চা-পানের বিরতি ঘোষণা করা হয়েছে। প্রথম দুটো সেশনে টিম ইন্ডিয়া ৭ উইকেট হারিয়ে ২০১ রান করেছে। এখনও ভারতের উপর ফলো-অনের খাঁড়া ঘুরপাক খাচ্ছে। এই ফলো-অন ব্যাপারটা আসলে কী? কীভাবেই বা লাগু হয় এই নিয়ম?
MCC নিয়মাবলীর ১৪.১.১ ধারা অনুসারে, পাঁচ দিন কিংবা তার বেশি সময় ধরে যদি কোনও ক্রিকেট ম্য়াচ আয়োজন করা হয়, সেক্ষেত্রেই এই ফলো-অন নিয়ম লাগু হতে পারে। এই নিয়ম অনুসারে, প্রথম ইনিংসে যদি কোনও দল আগে ব্যাট করে বিপক্ষের থেকে থেকে ২০০ কিংবা তার বেশি রানের ব্যবধানে এগিয়ে থাকে, তাহলে দ্বিতীয় দলকে ফলো-অন করানো যেতে পারে।
গাব্বা টেস্টে অস্ট্রেলিয়া আপাতত প্রথম ইনিংসে ২০০-র বেশি রানেই এগিয়ে রয়েছে। কারণ ক্যাঙারুবাহিনী প্রথমে ব্যাট করতে নেমে ৪৪৫ রান করেছিল। এই পরিস্থিতিতে ভারত যদি ২০০ কিংবা তার বেশি রানের ব্যবধানে অলআউট হয়ে যায়, তাহলে টিম ইন্ডিয়াকে আবারও ব্যাট করতে নামতে হবে। অনেকে বলেন, এই ফলো-অন একটা দলের কাছে চূড়ান্ত অপমানেরই সমান। যদিও বর্তমান টেস্ট ক্রিকেটে এই নিয়মটা উঠে গিয়েছে, বলা যেতেই পারে। অস্ট্রেলিয়া কী করে, সেটাই এখন দেখার।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গাব্বা টেস্টের চতুর্থ দিন দুর্দান্ত ব্যাট করলেন কেএল রাহুল। অল্পের জন্য তিনি শতরান মিস করেন। প্রথম ইনিংসে রাহুল ৮৪ রান করে আউট হয়েছেন। তাঁর এই ইনিংসে আটটি বাউন্ডারি রয়েছে। এর পাশাপাশি জাদেজাও দুর্দান্ত ব্যাটিং করছেন। তাঁর ব্যাট থেকেও লড়াকু হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে।