শেষ আপডেট: 21st October 2024 18:28
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম ম্যাচটা বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল। যদিও এই ম্যাচে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। এই পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড টিম ইন্ডিয়ার স্কোয়াডে বড়সড় পরিবর্তন করা হয়েছে। টিম ইন্ডিয়ার স্কোয়াডে নিয়ে আসা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে ভারতীয় ক্রিকেট দলে যুক্ত হয়েছেন ওয়াশিংটন সুন্দর।
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচটা আগামী ২৪ অক্টোবর আয়োজন করা হয়েছে। এই ম্যাচটা পুনেতে আয়োজন করা হচ্ছে। পাশাপাশি সিরিজের তৃতীয় ম্য়াচটা আগামী ১ নভেম্বর থেকে মুম্বইয়ে আয়োজন করা হবে। বেঙ্গালুরু টেস্টে ভারতীয় ক্রিকেট দলের হতাশাজনক পারফরম্য়ান্সের কারণেই হারতে হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৮ উইকেটে প্রথম টেস্ট ম্যাচে হেরে গিয়েছে।
এই পরাজয়ের পরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সুন্দরকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিপূর্বে ওয়াশিংটন সুন্দর বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলেছিলেন। ওই সিরিজে তিনটে উইকেটও তিনি শিকার করেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেন কি না, সেটাই আপাতত দেখার।
ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওয়াশিংটন সুন্দর এখনও পর্যন্ত চারটে টেস্ট ম্য়াচ খেলেছেন। তিনি ৬ উইকেট শিকার করার পাশাপাশি ২৬৫ রানও করেছেন। পাশাপাশি ২২ ওয়ানডে ম্য়াচে তিনি ২৩ উইকেট শিকারের পাশাপাশি ৩১৫ রান করেন। এছাড়া ৫২টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে এই ঘাতক অলরাউন্ডার ৪৭ উইকেট শিকারের পাশাপাশি ১৬১ রানও করেছেন।
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং ওয়াশিংটন সুন্দর।