শেষ আপডেট: 28th October 2024 12:41
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ড টেস্ট সিরিজের পর টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে যাবে। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল চার ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে। এই সিরিজের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট একটি নয়া সিদ্ধান্ত গ্রহণ করেছে। বদলে ফেলা হয়েছে দলের হেড কোচকেই!
আসলে, এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে কোচিং করাবেন ভিভিএস লক্ষ্মণ। আগামী ৮ নভেম্বর থেকে এই সিরিজ শুরু হবে। তবে ভারতীয় ক্রিকেট দলের পার্মানেন্ট হেড কোচ থাকছেন গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়া সফরের কারণে তিনি টিম ইন্ডিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যেতে পারবেন না।
বর্ডার-গাভাসকার ট্রফি খেলার জন্য ভারতীয় ক্রিকেট দলকে অস্ট্রেলিয়ায় যেতে হবে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-২০ সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির শীর্ষপদে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তাঁকেই হেড কোচ করে পাঠানো হচ্ছে। প্রোটিয়াদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া চারটে টি-২০ ম্য়াচ যথাক্রমে ৮, ১০, ১৩ এবং ১৫ নভেম্বর আয়োজন করা হবে।
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, তিলক বর্মা, জীতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, আর্শদীপ সিং, বিজয়কুমার বৈশাখ, আভেশ খান, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই এবং যশ দয়াল