শেষ আপডেট: 24th January 2025 00:28
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৭ বছর বয়সে প্রথম দেখা হয়েছিল। তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রেমে পড়েন একে অপরের। অনেক কষ্টে পরিবারের সকলকে রাজী করিয়েই বিয়ে করেছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বীরেন্দ্র সেহওয়াগ। তাঁর স্ত্রী আরতি আহলাওয়াত ছিলেন সেহওয়াগ দুঃসম্পর্কের বোন।
৩ বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর তাঁরা ২০০৪ সালে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার নাকি সেই সম্পর্কই ভাঙতে চলেছে। সংবাদ মাধ্যমের খবর যদি ঠিক হয় তাহলে ২০ বছরের সম্পর্কে ভাঙন ধরতে চলেছে। সূত্রের খবর তাঁরা এখন আলাদা থাকছেন।
ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন বীরেন্দ্র সেহওয়াগ। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে মাত্র ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ওই ইনিংসে মোট রান ছিল ৩১৯। যার মধ্যে ছিল ৪২টি চার ও ৫টি ছয়।
ভারতের হয়ে তাঁর বিধ্বংসী পারফর্ম্যান্স এখনও উল্লেখযোগ্য। ২০০৭-এ সেহওয়াগ-আরতির সংসারে আসে প্রথম সন্তান আর্যবীর। সেও সম্প্রতি নজর কেড়েছে ঘরোয়া ক্রিকেটে। ২০১০ সালে সেহওয়াগ দ্বিতীয় সন্তান বেদান্তের জন্ম হয়।
দীপাবলির সময় যখন সেহওয়াগ পরিবারের ছবি পোস্ট করেছিলেন। তখন পুত্র-মায়ের সঙ্গে সেহওয়াগকে দেখা গিয়েছিল, কিন্তু আরতিকে দেখা যায়নি। তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল দু'জনের সম্পর্ক নিয়ে। যদিও দু'জনের কেউই তাঁদের সম্পর্ক ভাঙন নিয়ে এখনও কোনও ইঙ্গিত দেননি।