শেষ আপডেট: 23rd September 2024 14:17
দ্য ওয়াল ব্য়ুরো: বাংলাদেশের বিরুদ্ধে আপাতত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে ২৮০ রানে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি সমর্থকদের হৃদয় জয় করতে পারলেন না। এই ম্যাচের জোড়া ইনিংসে তিনি মাত্র ২৩ রানই করতে পারলেন।
তবে বিরাট কোহলির এই ব্যাটিং ফর্ম নিয়ে একেবারে চিন্তিত নন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শাহজাদ। তিনি মনে করেন, চিন্তা করার কোনও কারণ নেই। খুব শীঘ্রই কিং কোহলিকে আবারও চেনা ছন্দে দেখতে পাওয়া যাবে।
প্রসঙ্গত, ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বল টেস্টে দুর্দান্ত শতরান করেছিলেন বিরাট কোহলি। কিন্তু, সেই শতরানের পরই তাঁর ব্যাটে রানের খরা দেখতে পাওয়া যায়। এরপর বেশ কয়েকবছর কিং কোহলির ব্যাটে এই খরা অব্যাহত থাকে। অবশেষে ২০২২ সালে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ফের শতরান করেন তিনি। এরপর থেকে কোহলির ব্যাটে বেশ কয়েকটি শতরান দেখতে পাওয়া যায়। ২০২২ টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কোহলিই সর্বাধিক রান সংগ্রহ করেন।
সাদা বলের ক্রিকেটে কিং কোহলির বিধ্বংসী ফর্ম দেখতে পাওয়া গেলেও, টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত তিনি জ্বলে উঠতে পারেননি। এর পিছনে অন্যতম বড় কারণ হতে পারে ভারতীয় ক্রিকেট দলের ব্যস্ত সূচি। তবে আহমেদ শাহজাদ মনে করেন, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচেই কোহলির এই খারাপ ফর্ম কেটে যাবে। শতরানেও ফিরতে পারবেন তিনি।