শেষ আপডেট: 23rd October 2024 11:45
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর খুব একটা বেশি সময় বাকি নেই। আগামী ৩১ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে আইপিএল টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের রিটেনশন তালিকা ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে জমা করতে হবে। এই টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকে সবাই তাকিয়ে রয়েছেন। সমর্থকদের মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে। তারমধ্যে অন্যতম হল, আগামী আইপিএল মরশুমে দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে আদৌ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ধরে রাখবে কি না।
সম্প্রতি একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী মরশুমের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলি এবং মহম্মদ সিরাজকে রিটেন করতে পারে। রিটেনশন তালিকায় বিরাট এবং সিরাজের নাম যে থাকবে, সেটা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছে। কিন্তু, বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের মাথায় বাজ পড়তে পারে।
এই তালিকায় সবার উপরে নাম রয়েছে গ্লেন ম্য়াক্সওয়েলের। গত মরশুমে ম্যাক্সওয়েল ১০ ম্যাতে মাত্র ৫২ রান করেছিলেন। আর শিকার করেছিলেন মাত্র ৬ উইকেট। আরসিবি-র অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে রিটেন করা হতে পারে। কিন্তু, আপাতত তিনি চোটের শিকার। এবার আরসিবি ম্য়ানেজমেন্টের উপ গোটা বিষয়টা নির্ভর করছে যে একজন চোট পাওয়া ক্রিকেটারকে তারা দলে রাখবে কি না। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে উইল জ্যাকস ২৩০ রান করলেও, তাঁকে এই মরশুমে ছেড়ে দেওয়া হতে পারে।
সম্প্রতি একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই মেগা নিলামের আসর সৌদি আরবের রিয়াধে আয়োজন করা হতে পারে। বিসিসিআই ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে। শোনা যাচ্ছে, আগামী ২৪ এবং ২৫ নভেম্বর এই নিলাম অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। কিন্তু, ২২ নভেম্বর থেকে বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হতে চলেছে। এই পরিস্থিতিতে বিসিসিআই তারিখ বদলায় কি না, সেদিকেই সকলের নজর রয়েছে।