কোহলি-রণতুঙ্গা
শেষ আপডেট: 10th February 2025 19:12
দ্য ওয়াল ব্যুরো: ফর্মে ফিরতে চাইলে দ্রাবিড়, গাভাসকারের পরামর্শ নিতে হবে। বিরাট কোহলির উদ্দেশে এমনই বার্তা শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক অর্জুন রণতুঙ্গার।
উল্লেখ্য, বর্ডার-গাভাসকার ট্রফিতে বিরাট মোটেও ছন্দে ছিলেন না। একটিমাত্র শতরান ছাড়া গোটা টুর্নামেন্ট এক অর্থে নিষ্প্রাণ কেটেছে। ফর্মে ফিরতে লাল বলের ঘরোয়া ক্রিকেটকে বেছে নিয়েছিলেন কোহলি। কিন্তু রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জির ম্যাচ খেলতে নেমে ব্যর্থ হন। রান পাননি চলতি ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও। এই পরিস্থিতিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে হাতে রয়েছে একটিমাত্র ম্যাচ। আগামি পরশু আমদাবাদের লড়াই-ই হতে চলেছে ছন্দে ফেরার শেষ সুযোগ।
এই অবস্থায় বিরাটের পাশে দাঁড়িয়েও রণতুঙ্গা মনে করেন, তাঁকে প্রয়োজনে ভারতের অতীত দিনের খেলোয়াড়দের পরামর্শ শুনতে হবে, তাঁদের সঙ্গে কথা বলতে হবে। আর এই কাজে সাহায্য করতে পারেন সুনীল গাভাসকার, রাহুল দ্রাবিড় ও দিলীপ বেঙ্গসরকার। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘আমার মনে হয়, কোহলির উচিত এই তিনজনের সঙ্গে আলাপ-আলোচনা করা। এঁরা ওঁকে সাহায্য করতে পারবেন।‘
যদিও ঘরে-বাইরে চাপের মুখে বিরাটকে সমর্থন জুগিয়েছে অবসরের জল্পনাতেও জল ঢেলেছেন রণতুঙ্গা। তিনি বলেন, ‘খেলা ছাড়ার সিদ্ধান্ত একমাত্র বিরাটের উপরেই ছাড়া উচিত। এতদিন ধরে খেলছেন, এত রান করেছেন, তাই কবে চিরতরে ব্যাট তুলে রাখবেন, সেটা একান্তভাবেই বিরাট বুঝে নেবেন। সব সময় একজনের উপরেই স্পটলাইট ফেলার মানে কী? বিষয়টি খুবই অপ্রয়োজনীয়, অবাঞ্ছিত। এটা একান্তভাবেই বিরাটের সিদ্ধান্ত হওয়া উচিত।‘