শেষ আপডেট: 15th March 2025 20:43
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তারকা বিরাট কোহলি ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয় নিশ্চিত হওয়ার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় জানান ৩৬ বছর বয়সি এই ব্যাটসম্যান। তবে এবার তিনি ইঙ্গিত দিলেন, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের ফাইনালে ভারত পৌঁছালে তিনি আবার মাঠে ফিরতে পারেন!
আরসিবি ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কোহলি বলেন, "যদি ভারত ২০২৮ অলিম্পিক্সের ফাইনালে ওঠে, তাহলে হয়তো আমি ফেরার কথা ভাবতে পারি। অলিম্পিকে সোনার পদক জয় এক দুর্দান্ত অভিজ্ঞতা হবে।" এদিকে ১২৮ বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিকে, যেখানে খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে কোহলি এখনই একদিনের ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনা করছেন না বলে জানা গিয়েছে।
বিরাট কোহলির ফিটনেস নিয়ে আর আলাদা করে কীই বা বলার থাকে। তবে এই পরিবর্তন আনতে তাঁকে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। তিনি জানান, কঠিন কিছু বিদেশ সফরের পর তিনি উপলব্ধি করেন, অন্যান্য দলের খেলোয়াড়েরা ফিটনেসের কারণে দীর্ঘ সময় মাঠে থাকতে পারছেন, যেখানে ভারতীয়রা পিছিয়ে পড়ছেন।
এরপরই নিজের ফিটনেসে জোর দেন কোহলি। তবে মাকে বোঝানো কঠিন ছিল। তিনি বলেন, "মা ভাবতেন আমি অসুস্থ হয়ে গিয়েছি! কিন্তু আমি বলেছিলাম, বিশ্বজুড়ে সবাই আমার ট্রেনিং পদ্ধতি নিয়ে কথা বলছে, আমি অসুস্থ নই। এই পরিবর্তনের ফলে আমার পারফরম্যান্স অনেক ভাল হয়েছে।"
অবসরের গুঞ্জনের মাঝেই কোহলি এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ক্যাম্পে যোগ দিয়েছেন এবং আইপিএল ২০২৫-এ খেলবেন। নতুন অধিনায়ক রাজত পতিদারের নেতৃত্বে আরসিবি এবার ট্রফি জয়ের স্বপ্ন দেখছে। শুরু থেকে অংশ নিলেও এখনও পর্যন্ত একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। এবার কি বিরাটের হাত ধরে ট্রফির খরা কাটবে? সময়ই দেবে এর উত্তর।