শেষ আপডেট: 13th January 2025 13:00
দ্য ওয়াল ব্যুরো : গত বছর বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার সংসারে আরও এক নতুন সদস্য যোগ হয়েছে। ২০২১ সালের জানুয়ারি মাসে এসেছিল তাঁদের কন্যাসন্তান ভামিকা। ২০২৪-এর ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছে বিরাট কোহলির পুত্রসন্তান অকায়। যদিও বিরাট এবং অনুষ্কা কেউই তাঁদের সন্তানদের প্রচারের আলোয় আনতে চান না। এমনকী, ভামিকা এবং অকায়ের ছবি যাতে সোশ্যাল মিডিয়ায় ফাঁস না হয়ে যায়, সেই ব্যাপারেও তাঁরা সবসময় সতর্ক থাকেন।
তবে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে অকায় কোহলির মুখ প্রকাশ্যে এসেছে। মুম্বই বিমানবন্দরে অনুষ্কা শর্মার কোলেই দেখতে পাওয়া গিয়েছে বিরাট পুত্রকে। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। যদিও এই ভিডিওয় বিরাট এবং ভামিকাকে দেখতে পাওয়া যায়নি। বিরাট এবং অনুষ্কার ফ্যানপেজে এই ছবিটা শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে, 'অবশেষে অকায় কোহলির মুখ প্রকাশ্যে এসেছে। দেখে একেবারে ফুচকার মতো গোলগাল লাগছে।'
গত বছর ইনস্টাগ্রামে এই পাওয়ার কাপল একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেখানেই তাঁরা সমর্থকদের সঙ্গে অকায়ের কথা শেয়ার করেন। তাঁরা দুজনেই লিখেছিলেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা একথা জানাচ্ছি যে গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্রসন্তান তথা ভামিকার ভাই অকায় এই পৃথিবীতে পা রেখেছে! আপনাদের আশীর্বাদ চাই। আশা করি, এই সময় আপনারা পারিবারিক গোপনীয়তাকে সম্মান করবেন। আপনাদের জন্য অনেকটা ভালবাসা রইল।'
Akaay Kohli is so cute ???? pic.twitter.com/uvhwwBCzz7
— ‘ (@marcoxxz_1) January 11, 2025
সম্প্রতি, বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন বিরাট কোহলি। মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলিয়ার এক সাংবাদিকের সঙ্গে তাঁর প্রকাশ্য ঝামেলা হয়েছিল। অভিযোগ, ওই সাংবাদিক নাকি কোহলির সন্তানদের লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিলেন। ব্যাপারটা নিয়ে যথেষ্টই জলঘোলা হয়েছিল। শেষপর্যন্ত সেই ছবি ফাঁস হয়েই গেল।