শেষ আপডেট: 1st October 2024 20:15
দ্য ওয়াল ব্যুরো: কানপুর টেস্টে বাংলাদেশকে ভারতীয় ক্রিকেট দল ৭ উইকেটে হারিয়ে গিয়েছে। এই ম্যাচ জেতার পাশাপাশি ২ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে। পাশাপাশি ঘরের মাঠে টিম ইন্ডিয়া টানা ১৮ টেস্ট সিরিজ জয় করল।
এই ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৩ রানেই অলআউট হয়ে যায়। এরপর টিম ইন্ডিয়া দ্রুতগতিতে রান তুলতে শুরু করে। মাত্র ৩৫ ওভারের মধ্যে ভারত ৯ উইকেট হারিয়ে ২৮৯ রান তোলে এবং ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এরপর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায়।
এরপর টিম ইন্ডিয়ার সামনে জয়ের জন্য মাত্র ৯৫ রানের টার্গেট ছিল। এই টার্গেট তাড়া করতে নেমে ভারত ৩ উইকেট হারিয়ে পর্যাপ্ত রান তুলে নেয়। শেষপর্যন্ত বিরাট কোহলি ২৯ রানে এবং ঋষভ পন্থ ৪ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে বিরাট মোট চারটে বাউন্ডারি হাঁকিয়েছেন। আর সেইসঙ্গে আরও একটি রেকর্ড তিনি নিজের ঝুলিতে পুরে ফেললেন।
বিরাট কোহলি টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে তৃতীয় বাউন্ডারি হাঁকাতে না হাঁকাতেই টেস্ট ক্রিকেটে ১০০০ বাউন্ডারি মারার খেতাব স্পর্শ করলেন। টেস্ট ক্রিকেটে এহেন নজির ভারতের মাত্র পাঁচজন ব্যাটারই করতে পেরেছেন। তাঁরা হলেন শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহওয়াগ এবং ভিভিএস লক্ষ্মণ। এবার এই এলিট তালিকায় বিরাটের নামও যুক্ত হয়ে গেল।