শেষ আপডেট: 3rd January 2025 08:24
দ্য ওয়াল ব্যুরো : সিডনি টেস্টে আশা করা হয়েছিল, বিরাট কোহলি হয়ত দায়িত্ব সহকারে ব্যাট করতে পারবেন। কিন্তু, সেই দৃশ্য দেখতে পাওয়া গেল না। আরও একবারে সেই একই ভুলের পুনরাবৃত্তি করে আউট হয়ে গেলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার। ১৭ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হল।
এই ম্যাচের ব্যাট করতে নেমেই প্রায় উইকেট খুইয়ে বসেছিলেন বিরাট। স্কট বোল্যান্ডের বলে স্মিথ অল্পের জন্য ক্যাচ না ফসকালে হয়ত তাঁকে গোল্ডেন ডাক হয়েই হয়ত তাঁকে ফিরতে হত। কিন্তু, এই সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না।
৩২ ওভারের তৃতীয় বলে সেই বোল্যান্ডের হাতেই শিকার হলেন বিরাট। অফ স্টাম্পের বাইরে বলটা প্রায় পঞ্চম কিংবা ষষ্ঠ স্টাম্পে ছিল। সেটাই তাড়া করতে যান বিরাট। বলটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা তৃতীয় স্লিপে চলে যায়। ওয়েবস্টার ক্যাচ নিতে কোনও ভুল করলেন না।
কোহলি আউট হতেই আপাতত সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। বর্ডার-গাভাসকার ট্রফিতে পারথের দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি যদি বাদ দেওয়া যায়, তাহলে কোহলির অবস্থাও খুব একটা ভাল নয়। ৭ ইনিংসে তিনি মাত্র ৮৪ রান করেছেন। সেঞ্চুরি যোগ করলেও ১৮৪ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ২৭-এর আশপাশে।
সিডনি টেস্টে যদি ফর্ম বিচার করেই রোহিতকে বাদ দেওয়া হয়, তাহলে সেই তালিকায় কোহলির নাম থাকবে না কেন? কারণ ফর্মের বিচারে তো রোহিতের থেকেও খারাপ অবস্থা বিরাটের। রোহিত যদি ফ্লপ হয়েই থাকেন, তাহলে গুরুত্বপূর্ণ সময়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন কোহলিও। শুক্রবারও সেই ছবিটাই আরও একবার দেখতে পাওয়া গেল।