শেষ আপডেট: 5th January 2025 08:58
দ্য ওয়াল ব্যুরো : সিডনি টেস্টে ইতিমধ্যে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু, বিরাট কোহলির আক্রমণাত্মক আচরণ কমার কোনও নামগন্ধ পাওয়া যাচ্ছে না। ম্যাচের তৃতীয় দিন স্টিভ স্মিথ আউট হওয়ার পরই অজি সমর্থকদের আরও একবার স্যান্ডপেপার বিতর্কের কথা মনে করিয়ে দিলেন বিরাট কোহলি।
প্রসঙ্গত, জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে সিডনি টেস্টের তৃতীয় দিন টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। অজি সমর্থকদের সামনে তিনি নিজের পকেট খালি করে দেখান। বিরাটের এই ইঙ্গিতে স্পষ্ট ছিল, বল বিকৃতির কোনও চেষ্টা তিনি করছেন না।
আসলে, সিডনি টেস্টের দ্বিতীয় দিন শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠেছিল। এই অভিযোগ তুলেছিলেন অজি ক্রিকেট সমর্থকদের একাংশ। দ্বিতীয় দিন ম্যাচ চলাকালীন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায় কোনও একজন ক্রিকেটার নিজের জুতো থেকে কাগজ কিংবা কাপড়ের টুকরো বের করছেন।
VIRAT KOHLI REPLICATING THE SANDPAPER GATE INCIDENT. ????????pic.twitter.com/qRxgmBaqAh
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 5, 2025
এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠতে শুরু করে। অজি ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি করেন, ভারতীয় ক্রিকেটাররা জুতোর মধ্যে শিরীষ কাগজ লুকিয়ে রেখেছেন। তবে তৃতীয় দিন বিরাটের এই আচরণ অজি সমর্থকদের যোগ্য জবাব দিয়েই দিল।
স্টিভ স্মিথ আউট হওয়ার পরই বিরাট কোহলি যখন এই 'কাণ্ড' করেন, তখন সকলের মনে ২০১৮ সালের সেই কলঙ্কিত ঘটনা আরও একবার ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্ট খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। ম্যাচ চলাকালীন শিরীষ কাগজ ব্যবহার করে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বল বিকৃত করার চেষ্টা করেন। যাতে আরও বেশি রিভার্স সুইং করানো যায়। যদিও এই ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে যায়। আর সেকারণে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটকে নির্বাসিত করা হয়েছিল।
তবে সিডনি টেস্টে ভারতীয় ক্রিকেট দল মুখ থুবড়ে পড়েছে। এই ম্যাচে অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়লাভ করে। সেইসঙ্গে সিরিজও ৩-১ ব্যবধানে তারা নিজেদের পকেটে পুরে নেয়। অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের ওঠার রাস্তা সবদিক থেকেই বন্ধ হয়ে গেল।