শেষ আপডেট: 10th December 2024 20:21
দ্য ওয়াল ব্যুরো : ক্রিকেটের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসাতেও বেশ সুনাম অর্জন করেছেন বিরাট কোহলি। গোটা দেশজুড়েই তাঁর One8 Commune রেস্তোরাঁর শাখা ছড়িয়ে পড়ছে। যদি আপনি বন্ধু, পরিবারের সঙ্গে লাঞ্চ কিংবা ডিনারের প্ল্যান করেন, তাহলে এখানে একবার ঢুঁ মারতেই পারেন।
সোশ্যাল মিডিয়ায় এই রেস্তোরাঁ নিয়ে ইতিমধ্যে যথেষ্ট পজিটিভ রিভিউ রয়েছে। শুধুমাত্র খাওয়া-দাওয়াই নয়, এই রেস্তোরাঁর পরিবেশও যথেষ্ট মনোরম। কিন্তু, এই রেস্তোরাঁর সবথেকে জনপ্রিয় খাবার কী? আসুন, জেনে নেওয়া যাক।
খাদ্য রসিকদের একাংশের মতে, One8 Commune রেস্তোরাঁয় সবধরনের খাবারই পাওয়া যায়। তবে নন-ভেজ লাভার্সদের জন্য এটা কার্যত স্বর্গ! এখানকার জনপ্রিয় খাদ্য তালিকায় রয়েছে, কানা চানা হুম্মস, মাশরুম গুগলি ডিমসাম এবং তিরামিসু কর্নেটো।
এই রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইন যথেষ্ট নজরকাড়া। বিভিন্ন গাছ এবং নিয়ন আলোয় এক মোহময়ী পরিবেশ তৈরি হয়। পাশাপাশি বিরাট কোহলির অটোগ্রাফ করা দরজা আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি ক্লিক করেন।