শেষ আপডেট: 16th September 2024 12:41
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের আগে কঠোর অনুশীলনে মজে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। এই সিরিজের প্রথম ম্যাচটা চেন্নাইয়ে আয়োজন করা হবে। সেখানেই আপাতত ভারতীয় ক্রিকেট দল রয়েছে।
তবে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন এই টেস্ট সিরিজের আগে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব একটি বড়সড় মন্তব্য করেছেন। সম্প্রতি একটি ইন্টারভিউয়ে তিনি বলেছেন, বিরাট কোহলি নাকি একটা সময় তাঁর অধিনায়কত্বে খেলতেন।
বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করার পাশাপাশি তেজস্বী যাদব দাবি করেছেন যে তাঁর ক্রিকেট কেরিয়ারের কথা সকলেই ভুলে গিয়েছেন। একটি ইন্টারভিউয়ে তিনি বললেন, 'একটা সময় আমি ক্রিকেটার ছিলাম। এই ব্যাপারে আজ আর কেউ আলোচনা করেন না। বিরাট কোহলি পর্যন্ত আমার অধিনায়কত্বে খেলেছিল।'
"Virat Kohli player under my captaincy"
— Cricketopia (@CricketopiaCom) September 14, 2024
~ Tejashwi Yadavpic.twitter.com/MKjePwSRxh
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'একজন ক্রিকেটার হিসেবে আমি যথেষ্ট ভালই খেলতাম। টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার আমার ব্যাচমেট। শুধুমাত্র লিগামেন্ট পেশিতে চোট পাওয়ার কারণে আমাকে ক্রিকেট খেলা ছাড়তে হয়। কিন্তু, আমার বিরোধী দল কখনই এই ব্যাপারে একটা কথাও বলে না।'
তেজস্বী যাদব দিল্লির হয়ে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলেছিলেন। তাঁর কথায়, এই টুর্নামেন্টেই বিরাট কোহলি তাঁর নেতৃত্বে খেলেছিলেন। এরপর তেজস্বী ঝাড়খণ্ড ক্রিকেট দলে যোগ দেন। প্রসঙ্গত, প্রথম শ্রেণীর ক্রিকেটে তেজস্বী মাত্র ২০ রান করেছেন। পাশাপাশি দুটো লিস্ট এ ম্যাচে তিনি মোট ১৪ রান করেন। এছাড়া চারটে টি-২০ ম্যাচে করেছেন ৩ রান। ২০০৯ সালে তিনি একমাত্র প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন। ২০১০ সালে শেষ লিস্ট এ ম্যাচ খেলেন। এছাড়া ২০০৯ সালেই ওডিশার বিরুদ্ধে তিনি শেষ টি-২০ ম্য়াচ খেলেছিলেন।
৩৪ বছর বয়সি তেজস্বী যাদব ২০০৮ সালে আইপিএল টুর্নামেন্টের প্রথম মরশুমে দিল্লি ডেয়ারডেভিলস দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ২০১২ সাল পর্যন্ত তিনি এই ফ্র্যাঞ্চাইজিতে থাকেন। তবে চার বছরে তিনি একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি।