শেষ আপডেট: 4th February 2025 18:19
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বোলারদের নিয়ে এবার হবে ছেলেখেলা। ব্যাট হাতে তাণ্ডবলীলা চালাতে পারেন বিরাট কোহলি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রানের বন্যা দেখতে পাওয়া যেতে পারে। সিরিজ শুরুর আগেই ব্রিটিশ ক্রিকেটারদের কালঘাম ছুটতে শুরু করেছে। অনেকেই হয়ত মন্তব্য করবেন, বিরাট কোহলি যে আপাতত ভাল ফর্মে নেই। কিন্তু, ঘরের মাঠে কোহলির ফর্ম দেখে ইংরেজ ক্রিকেটারদের রাতের ঘুম উড়ে গিয়েছে। নিজের পছন্দের ফরম্য়াটে বিরাট কোহলি আপাতত রান করার জন্য মুখিয়ে রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেটারদের কাছে এই সিরিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আগামী ৬ ফেব্রুয়ারি এই ওয়ানডে সিরিজের প্রথম ম্য়াচ নাগপুরে আয়োজন করা হবে।
দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাটিং রেকর্ড বরাবরই বেশ ভাল। ব্রিটিশ ক্রিকেটারদের বিরুদ্ধে কিং কোহলি এখনও পর্যন্ত ১৮ ম্য়াচে ব্যাট হাতে মাঠে নেমেছেন। ইতিমধ্যে তিনি ৪৯-এর ব্যাটিং গড়ে মোট ৭৪৭ রান করেন। কোহলির ব্যাট থেকে জোড়া শতরান এবং পাঁচটি হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে। শেষবার বিরাট শ্রীলঙ্কার বিরুদ্ধে গত বছর একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। ২০২৪ সালে বিরাট মাত্র তিনটেই ওয়ানডে ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ১৯-এর ব্যাটিং গড়ে মাত্র ৫৮ রান করেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির ওভারঅল রেকর্ডও যথেষ্ট ভাল। নিজের পছন্দের এই ফরম্য়াটে বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ৩৬ ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ৪১-এর ব্যাটিং গড়ে মোট ১,৩৪০ রান করেন। কোহলির ব্যাট থেকে তিনটে সেঞ্চুরি এবং ৯ হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে। বিরাটের এই রেকর্ডের কথা মাথায় রেখেই ওয়ানডে সিরিজের আগে ব্রিটিশ ক্রিকেটাররা থরথর করে কাঁপতে শুরু করেছেন। যদি কোহলি তাঁর হারানো ফর্ম একবার ফিরে পান, তাহলে ইংরেজ বোলারদের কাছে তাঁকে আটকানো কার্যত অসম্ভব হবে।
ভারত : রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা।
ইংল্যান্ড : হ্যারি ব্রুক, বেন ডাকেট, জো রুট, জেকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, ব্রায়ডন কার্স, জেমি ওভারটন, জস বাটলার, জেমি স্মিথ, ফিল সল্ট, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, সাকিব মেহমুদ, মার্ক উড।