শেষ আপডেট: 12th September 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। তবে এই সিরিজে ভারতীয় ক্রিকেট সমর্থকদের নজর যে বিরাট কোহলির উপরেই থাকবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন বিরাট কোহলি। ফলে ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটেই বিরাটের ব্যাটিং উপভোগ করতে পারবেন। বিরাট কোহলি এবং শচীন তেন্ডুলকরের মধ্যে তুলনা, নতুন কোনও বিষয় নয়। তবে শচীন ইতিপূর্বে বেশ কয়েকবার উল্লেখ করেছেন, বিরাট কার্যত অপ্রতিরোধ্য। আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের তালিকায় শচীন (১০০) এক নম্বরে থাকলেও, দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি (৮০)।
শচীনের এই রেকর্ড ভাঙতে বিরাট কোহলির আপাতত কিছুটা সময় লাগলেও, বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট ঈশ্বরের একটি রেকর্ড ভাঙতে পারেন কিং কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে বিরাটকে আর ৫৮ রান করতে হবে।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২৭,০০০ রানের চৌকাঠ স্পর্শ করেছিলেন শচীন। তিনি এই কৃতিত্ব অর্জন করতে মোট ৬২৩ ইনিংস খেলেন। এরমধ্যে রয়েছে ২২৬ টেস্ট ইনিংস, ৩৯৬ ওয়ানডে ইনিংস এবং একটি টি-২০ ইনিংস।
তবে বিরাট এখনও পর্যন্ত ৫৯১ ইনিংসে ২৬,৯৪২ রান করেছেন। যদি পরের আট ইনিংসে বিরাট আরও ৫৮ রান করতে পারেন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৭ বছরের ইতিহাসে তিনি দ্রুততম ব্যাটার হিসেবে ২৭,০০০ রানেই মাইলস্টোন স্পর্শ করতে পারবেন। আর সেটাও ৬০০ ইনিংসের মধ্যেই।
প্রসঙ্গত, শচীন ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত আর দু'জন ব্যাটারই ২৭,০০০ রান করতে পেরেছেন। প্রথমজন হলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং অপরজন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা।