শেষ আপডেট: 6th December 2024 08:20
দ্য ওয়াল ব্যুরো: চলতি অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার শুরুটা বেশ ভাল হয়েছে। সিরিজের প্রথম ম্যাচেই ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে দেয়। এবার সকলের নজর অ্যাডিলেডের উপর রয়েছে।
আর কিছুক্ষণের মধ্যেই অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ম্য়াচ শুরু হবে। ২০২০ সালে এই অ্যাডিলেডেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট ম্য়াচ খেলেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ভারত অবশ্য হেরে গিয়েছিল। তবে এবার প্রতিশোধ নেওয়ার পালা। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলির সামনেও ইতিহাস গড়ার হাতছানি রয়েছে।
বিরাট কোহলিই একমাত্র ভারতীয় ব্যাটার যিনি দিন-রাতের টেস্ট ম্যাচে শতরান করেছেন। ২০১৯ সালে তিনি বাংলাদেশের বিরুদ্ধে এই সাফল্য অর্জন করেছিলেন। এবার ডে-নাইট টেস্ট ম্যাচে তাঁর সামনে আরও একটি শতরান করার সুযোগ রয়েছে। পাশাপাশি চলতি সিরিজে পারথ টেস্ট ম্যাচেও বিরাট কোহলির ব্যাট থেকে একটি দুর্দান্ত শতরান দেখতে পাওয়া যায়। সুতরাং, আপাতত তিনি যে দুর্দান্ত ফর্মে ব্যাট করছেন, তা বলা যেতেই পারে। অ্যাডিলেড টেস্টে তিনি শতরান করতে পারলেই ভিভ রিচার্ডস এবং ব্রায়ান লারার মতো কিংবদন্তিদের পিছনে ফেলতে পারবেন।
আসলে অ্যাডিলেড ওভালে সর্বাধিক রানের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার ব্রায়ান লারার দখলে রয়েছে। এই মাঠে তিনি মোট ৬১০ রান করেছিলেন। এরপর এই তালিকায় নাম রয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসেরও। তিনি এই মাঠে টেস্ট ক্রিকেটে মোট ৫৫২ রান করেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি টেস্ট ক্রিকেটে ৫০৯ রান করেছেন। ফলে অ্যাডিলেডে যদি বিরাট আর ১০১ রান করতে পারেন, তাহলেই এই দুই কিংবদন্তিকে টেক্কা দিতে পারবেন।