শেষ আপডেট: 23rd September 2024 19:24
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে জয়লাভ করেছে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বিরাট কোহলি ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারেননি। কিন্তু, তিনি মাঠের মধ্যে এমন একটি কাজ করেছেন যা ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছে।
ক্রিকেট ময়দানে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে 'নাগিন ডান্স'-এর কথা কারোর কাছেই অজানা নয়। কিন্তু, বাংলাদেশের এই চরম বিপর্যয়ে এবার বিরাট কোহলিকে 'নাগিন ডান্স' করতে দেখা গেল। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।সেটাই আপাতত দেখার।
ড্রেসিংরুম থেকে ক্রিকেট ময়দান, চেন্নাই টেস্ট ম্যাচ চলাকালীন বিরাট কোহলিকে সবসময়ই বেশ চনমনে মেজাজে দেখতে পাওয়া যায়। কখনও তিনি মজার মজার কথা বলে গৌতম গম্ভীরের মুখে হাসির ঝলক নিয়ে এসেছেন। কখনও বা তিনি সাকিব আল হাসানকে শ্রীলঙ্কার পেস তারকা লাসিথ মালিঙ্গার সঙ্গে তুলনা করে মজা করেছেন। ইতিমধ্যে বিরাট কোহলির 'নাগিন ডান্স'-এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
বিরাট কোহলির একটি ফ্যানপেজ থেকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, ক্রিকেট ময়দানে কোনও খেলোয়াড়কে তাক করেই তিনি 'নাগিন ডান্স' করছেন। পাশাপাশি ওই ফ্যান এই ভিডিওয় সাপুড়ের বাঁশির মিউজিক যোগ করেছেন। আর সেটা ভিডিওর সঙ্গে যথেষ্ট ভালোভাবে খাপ খেয়েছে।
That Reaction ????????#ViratKohli | #IndvsBan pic.twitter.com/F1rRhhJBbZ
— ???????????????????????? (@wrognxvirat) September 21, 2024
চেন্নাইয়ে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ২৮০ রানে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচের সেরা নির্বাচন করা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ আয়োজন করা হবে। এই ম্যাচে বাংলাদেশকে ভারতীয় ক্রিকেট দল হোয়াইটওয়াশ করতে পারে কি না,