শেষ আপডেট: 22nd November 2024 13:46
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির কি আপাতত শনির দশা চলছে? এই বিষয় নিয়ে আপাতত একপ্রস্থ বির্তক করা যেতেই পারে। নাহলে বিরাট কোহলির হাত থেকে কখনও সহজ ক্যাচ মিস হতে পারে! এমনই দৃশ্যের সাক্ষী রইল পারথের অপ্টাস স্টেডিয়াম।
শুক্রবার (২২ নভেম্বর) পারথের অপ্টাস স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে টস জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কিন্তু, টিম ইন্ডিয়া মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায়। এরমধ্যে বিরাটের অবদান ছিল মাত্র ৫ রান। কেন তিনি ক্রিজের বাইরে এসে ব্যাট করছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন চেতেশ্বর পূজারা।
যাইহোক, ১৫০ রানের পুঁজি নিয়েই ফিল্ডিং করতে নামে ভারতীয় ক্রিকেট দল। তৃতীয় ওভারে বল করতে এসেছিলেন জসপ্রীত বুমরাহ। উল্টোদিকে ব্যাট হাতে দাঁড়িয়ে ছিলেন মারনাস লাবুশেন।
ওভারের পঞ্চম বলটা ডিফেন্ড করতে গিয়েছিলেন লাবুশেন। কিন্তু, বলটা তাঁর ব্য়াটের কানা লেগে সোজা দ্বিতীয় স্লিপে চলে যায়। সেখানেই দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। বলটা তাঁর হাতের দুই তালুর মধ্যে জমা পড়লেও, শেষপর্যন্ত তা ফসকে যায়। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
How rare is that catch drop from Virat Kohli? ????#AUSvIND #ViratKohli pic.twitter.com/mc7qDQFg5J
— OneCricket (@OneCricketApp) November 22, 2024
তবে বুমরাহের আগুন স্পেলে ইতিমধ্যেই ব্যাকফুটে চলে গিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আউট হয়ে ফিরে গিয়েছেন ম্যাকসুইনি (১০), উসমান খোওয়াজা (৮) এবং স্টিভ স্মিথ (০)। আর এই তিনটে উইকেটই বুমরাহ শিকার করেছেন। প্রথম দিনের শেষে ভারত যদি আরও তিনটে উইকেট তুলে নিতে পারে, তাহলে অবশ্যই চালকের আসনে চলে আসবে।