শেষ আপডেট: 29th October 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ৩১ তারিখের মধ্যে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের রিটেনশন লিস্ট জমা করতে হবে। শোনা যাচ্ছে, আগামী মরশুম শুরুর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিকে তারা রিলিজ করে দিতে পারে।
এই পরিস্থিতিতে কে হবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের পরবর্তী অধিনায়ক? তা নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলছেন যে বিরাট কোহলিকে আবারও অধিনায়কের পদে ফিরিয়ে আনা হতে পারে। যদিও এই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাত ধরেই বিরাট কোহলি আইপিএল ডেবিউ করেন। এই টুর্নামেন্টের ইতিহাসে তিনি সর্বাধিক রান করেছেন। এখনও পর্যন্ত ভারতের এই ডানহাতি ব্যাটার ২৫২ ম্যাচে ৩৮.৬৭ গড়ে মোট ৮,০০৪ রান করেছেন। এরমধ্যে আটটি শতরান রয়েছে। পাশাপাশি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলকে নেতৃত্বও দিয়েছেন।
বিরাটের নেতৃত্বে আরসিবি এই টুর্নামেন্টে ১৪৩ ম্যাচের মধ্যে ৬৬ ম্যাচে জয়লাভ করেছে। চারবার এই দলটা শেষ চারেও উঠেছে। ২০১৬ সালে রানার্স আপ হয়েছিল বেঙ্গালুরু। ফাইনাল ম্য়াচে তারা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে যায়।
২০২১ সালে আরসিবি ব্রিগেডের নেতৃত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। এরপর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডু প্লেসিকে ২০২২ সাল থেকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিল। গত তিন মরশুমের মধ্যে দু'বারই আরসিবি প্লে-অফে উঠেছিল। কিন্তু, তাঁর বয়সের কথা চিন্তা করে আরসিবি রিলিজ করে দিতে পারে।