শেষ আপডেট: 4th January 2025 11:21
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে। শনিবার (৪ জানুয়ারি) পঞ্চম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে টিম ইন্ডিয়া। কিন্তু, ভারতীয় ক্রিকেট সমর্থকদের আরও একবার হতাশ করলেন বিরাট কোহলি। সেই অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিলেই তিনি নিজের উইকেটটা 'গিফট' দিয়ে এলেন। আর বিরাটের এই ব্যাটিং নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।
১৪ ওভারে বল করতে এসেছিলেন অস্ট্রেলিয়ার পেস বোলার স্কট বোল্যান্ড। ওভারের প্রথম বলেই কোহলি পা দিলেন বোল্যান্ডের ফাঁদে। দেখে মনে হল, তিনি যেন স্লিপে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথকে ক্যাচ প্র্যাকটিস করাচ্ছেন। আর একই ভুলের পুনরাবৃত্তির খেসারত দিতে হল টিম ইন্ডিয়াকে।
বোল্য়ান্ডের এই ডেলিভারিটা ষষ্ঠ কিংবা সপ্তম স্টাম্পে ছিল। ব্যাক অফ দ্য লেংথ ডেলিভারি। বলটা মাটি স্পর্শ করার পর ক্রমশ চড়াইয়ের দিকে উঠছিল। কোহলি বলটাকে ঠেলতে চান। কিন্তু, সেটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা স্মিথের কাছে চলে যায়। একেবারের কোমরের উচ্চতায় বল ছিল। সেকারণে তা ধরতে খুব একটা অসুবিধে হয়নি।
SCOTT BOLAND GETS VIRAT KOHLI.pic.twitter.com/3T2YVGxVDy
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 4, 2025
আউট হওয়ার পর বিরাট কার্যত হতাশায় ভেঙে পড়লেন। সেটা তাঁর চোখে-মুখে স্পষ্টই ফুটে উঠছিল। মাত্র ৬ রান করে তাঁকে ফিরতে হয়। সিডনি টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ১৮৫ রান তুলেছিল। কিন্তু, অস্ট্রেলিয়া ১৮১ রানে অলআউট হয়ে যায়। ৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ভারত। বলা ভাল, ম্যাচের রাশ ভারতের হাতেই ছিল। এই পরিস্থিতিতে যদি বিরাট আর একটু ধৈর্য্যের পরীক্ষা দিতে পারতেন, তাহলে টিম ইন্ডিয়া একটা বড় রান করতে পারত। যদি ভারত ২৫০ রানেরও লিড নিতে পারে, তাহলেও লড়াই করার একটা জায়গা থাকবে।