শেষ আপডেট: 12th December 2024 22:38
দ্য ওয়াল ব্যুরো : পারথেই টেস্ট ক্রিকেটে শতরানের খরা কাটিয়েছেন বিরাট কোহলি। কিন্তু, অ্যাডিলেডে ফের ব্যাটিং ব্যর্থতার শিকার হলেন তিনি। সিরিজের তৃতীয় ম্যাচটি ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হবে। এই ম্যাচে কিং কোহলির সামনে একটা বড় রেকর্ড কায়েম করার সুযোগ রয়েছে।
এই ম্যাচে মাত্র ২ রান করতে পারলেই রাহুল দ্রাবিড়ের রেকর্ড টপকে যাবেন তিনি। যদিও গাব্বায় বিরাটের আহামরি কোনও রেকর্ড অবশ্য নেই। এই মাঠে বিরাট একটাই ম্যাচ খেলতে নেমেছিলেন। আর সেই ম্যাচের জোড়া ইনিংসেই তিনি মুখ থুবড়ে পড়েছিলেন।
আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রানের তালিকায় চার নম্বরে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। টেস্ট ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত ২৭ ম্যাচের ৪৮ ইনিংসে মোট ২,১৬৫ রান করেছেন। এরমধ্যে ৯ শতরান এবং ৫ হাফসেঞ্চুরি রয়েছে। এবার যদি গাব্বা টেস্টে তিনি আর ২ রান করতে পারেন, তাহলেই রাহুল দ্রাবিড়কে টপকে যেতে পারবেন তিনি।
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহুল দ্রাবিড় ৬২ ইনিংসে মোট ২,১৬৬ রান করেছেন। এই তালিকায় শীর্ষে রয়েছে সচিন তেন্ডুলকরের নাম। তিনি ক্যাঙারু বোলারদের জবরদস্ত ধোলাই করে মোট ৩,২৬২ রান করেন। এছাড়া, ২,৪৩৪ রান ঝুলিতে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ।
অ্যাডিলেড টেস্টের ২ ইনিংসেই বিরাট কোহলি খুব বেশি রান করতে পারেননি। প্রথম ইনিংসে কোহলি ৭ রান করে মিচেল স্টার্কের বলে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে স্কট বোল্যান্ডের বলে তিনি ১১ রান করে আউট হন। চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে অফ স্টাম্পের বাইরের বলেই দুর্বলতা দেখা গিয়েছে কোহলির। সেই অ্যাডভান্টেজ নিচ্ছেন ক্যাঙারু বোলাররা। আশা করা হচ্ছে, গাব্বায় নিজের ভুল শুধরে আবারও জ্বলে উঠবেন কোহলি।