শেষ আপডেট: 27th September 2024 14:30
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে বিরাট কোহলি শুধুমাত্র টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারই নন, গোটা দেশের কাছে আবেগের অন্য নাম তিনি। বিরাটের ফর্ম ভাল থাকুক কিংবা খারাপ, ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয়ে তিনি সবসময়ই রাজত্ব করেন। টিম ইন্ডিয়ার খেলা যেখানেই থাকুক না কেন, কিং কোহলির জনপ্রিয়তায় কখনই ভাটা পড়ে না।
শুক্রবার কানপুর টেস্টের আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। গোটা দেশে বিরাট কোহলির প্রতি কতটা শ্রদ্ধা রয়েছে, সেটা এই ভিডিওতেই স্পষ্ট।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে ফাইনাল প্র্যাকটিসের জন্য বিরাট কোহলিকে মাঠে দেখা গিয়েছে। তাঁর হাতে ব্যাটও ছিল।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে বেশ অনেকক্ষণ বৃষ্টি হয়। সেকারণে উইকেট প্রথমে ঢেকে রাখা হয়েছিল। তবে বৃষ্টি থামার পর মাঠ কর্মীরা কভার সরাচ্ছিলেন।
A GroundStaff Memeber Touched @imVkohli's Feet When He Came To Ground. ????❤️#ViratKohli #INDvBAN #INDvsBAN pic.twitter.com/Pib2ADsvTc
— virat_kohli_18_club (@KohliSensation) September 27, 2024
এরই ফাঁকে গ্রাউন্ড স্টাফদের একজন বিরাটের দিকে এগিয়ে আসেন। তিনি বিরাটের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান। কিন্তু, অপর একজন মাঠ কর্মী তাঁকে টেনে ধরেন। বিরাট অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ করেননি। তিনি সামনের দিকে হেঁটে চলে যান। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
চেন্নাই টেস্ট ম্যাচে কিং কোহলি একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। দুটো ইনিংসে তিনি যথাক্রমে ৬ এবং ১৭ রান করেন। প্রথম ইনিংসে হাসান মেহমুদ এবং দ্বিতীয় ইনিংসে মেহদি হাসান মিরাজের বলে তিনি আউট হয়ে যান। যদিও এই টেস্ট ম্যাচে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে টিম ইন্ডিয়া। কানপুরে বিরাট যে বড় রানের জন্য অপেক্ষা করছেন, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।