শেষ আপডেট: 16th September 2024 13:57
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। সেকারণে টিম ইন্ডিয়ার প্রস্তুতি আপাতত তুঙ্গে। আসন্ন এই টেস্ট সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি কঠোর অনুশীলনে মজে রয়েছেন।
অনুশীলন চলাকালীন বিরাট কোহলির একটি শট সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। তিনি এমন একটি বিশাল ছক্কা হাঁকালেন যে বলটা একেবারে চিপক স্টেডিয়ামের ড্রেসিংরুমে আঘাত করে। সঙ্গে সঙ্গে দেওয়ালের বেশ খানিকটা অংশও ভেঙে পড়ে। বিরাটের ব্যাট থেকে এহেন শট দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে।
চলতি বছর জানুয়ারি মাসের পর ফের লাল বলের ক্রিকেটে কামব্যাক করছেন বিরাট কোহলি। সেকারণে তাঁর ব্যাটিংয়ে রানের খিদেটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, দ্বিতীয় সন্তান জন্মের কারণে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারেননি কিং কোহলি। তবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে একটি বড়সড় রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন বিরাট।
Virat Kohli smashes a six in practice and breaks the dressing room wall at Chepauk! ???????? Preparing in style for the upcoming Bangladesh series! ???????? #KingKohli #INDvsBAN #Chepauk #ViratKohli???? #ViratKohli #Bbnaija #indiavsbangladesh #Kohli #yrkkh pic.twitter.com/fcQ3eDyqvA
— Shubham Singh (@Shubhamsingh038) September 15, 2024
চেন্নাইয়ে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে বিরাট যদি আর ৫৮ রান করতে পারেন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ২৭ হাজার রানের চৌকাঠ স্পর্শ করে ফেলবেন। পাশাপাশি তিনি মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে ফেলবেন। শচীনই এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে দ্রুত ২৭ হাজার রান করেছেন।
যদি এই রেকর্ডটি বিরাট কোহলি কায়েম করতে পারেন, তাহলে তালিকায় চতুর্থ স্থান তিনি অর্জন করতে পারবেন। ইতিপূর্বে এই রেকর্ডটি শচীন ছাড়াও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা কায়েম করেছেন। পাশাপাশি এই ম্যাচে বিরাটের সামনে টেস্ট ক্রিকেটে ৯ হাজার রান পূরণ করারও সুযোগ রয়েছে। তবে এই রেকর্ড নিজের ঝুলিতে পুরতে গেলে বিরাটকে আরও ১৫২ রান করতে হবে। বিরাটের আগে টেস্ট ফরম্যাটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সুনীল গাভাসকার, শচীন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড় এই মাইলফলক স্পর্শ করেন।