শেষ আপডেট: 17th September 2024 16:10
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার আকাশ দীপকে বিশেষভাবে স্বাগত জানালেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় স্কোয়াডে আকাশ দীপকে রাখা হয়েছে। তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানিয়েছেন, এই সিরিজ শুরু হওয়ার আগে বিরাট কোহলি তাঁকে একটি ব্যাট উপহার দিয়েছেন।
প্রসঙ্গত, আকাশ দীপ প্রথম ক্রিকেটার নন যিনি বিরাট কোহলির থেকে ব্যাট উপহার পেলেন। ইতিপূর্বে, রিঙ্কু সিং এবং বিজয়কুমার বৈশাখও এই একই উপহার বিরাটের থেকে পেয়েছিলেন।
কোহলির উপহার দেওয়া ওই ব্যাটের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পাশাপাশি আকাশ দীপ লিখেছেন, 'থ্যাঙ্ক ইউ ভাইয়া।'
ভারতীয় ক্রিকেট দলের এই পেস বোলার ২০২২ সাল থেকে বিরাট কোহলির সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে খেলেন। তারপর থেকে এই দলটা ২ বার আইপিএল টুর্নামেন্টের প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে।
চলতি বছরের শুরুতে আকাশ দীপ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেছিলেন। ডেবিউ ম্যাচেই সকলের নজর কেড়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ইংল্যান্ডের টপ অর্ডারের কোমর ভেঙে দেন তিনি। শিকার করেছিলেন তিনটে উইকেট - জ্যাক ক্রাউলি, বেন ডাকেট এবং অলি পোপের।
এখনও পর্যন্ত এই একটাই টেস্ট ম্যাচ খেলেছেন তিনি।
যদিও ঘরোয়া ক্রিকেটে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। সেকারণে টিম ইন্ডিয়ার সাদা জার্সিতে আরও একবার তাঁকে দেখতে পাওয়া যেতে পারে। মহম্মদ শামি এখনও পর্যন্ত চোট সারিয়ে উঠতে পারেননি। সেকারণে আকাশ দীপকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে রাখা হয়েছে।
২০২৪ সালের জানুয়ারি মাসের পর বিরাট কোহলি আরও একবার লাল বলের ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন। সেইসময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। চলতি বছরে এখনও পর্যন্ত তিনি একটাই টেস্ট ম্যাচ খেলেছেন। দ্বিতীয় সন্তান জন্মগ্রহণের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেননি কিং কোহলি।
ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে ৯,০০০ রানের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। এই মাইলফলক স্পর্শ করতে বিরাটকে আর মাত্র ১৫২ রান করতে হবে। সেক্ষেত্রে তিনি সুনীল গাভাসকার, শচীন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের এলিট তালিকায় নাম লিখিয়ে ফেলবেন।