শেষ আপডেট: 6th December 2024 16:39
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচ অ্যাডিলেডে আয়োজন করা হয়েছে। এই ম্য়াচ চলাকালীন এক আজব নাটক দেখতে পাওয়া গেল। স্কট বোল্যান্ডের নো-বলের কারণে একবার বেঁচে গিয়েছিলেন কেএল রাহুল।
কিন্তু, আম্পায়ার নো-বল ঘোষণা করার আগেই প্যাভিলিয়নের দিকে পা বাড়িয়েছিলেন রাহুল। ইতিমধ্যে মাঠে নেমে পড়েছিলেন বিরাট কোহলি। কিন্তু, আম্পায়ারের সিদ্ধান্তের পর তাঁকে আবারও ড্রেসিংরুমে ফিরে যেতে হয়।
সবথেকে মজার ব্যাপার হল, স্নিকোমিটারে দেখা যায়, বলটা রাহুলের ব্যাটেই লাগেনি। তাহলে তিনি কেন প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলেন, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি আম্পায়ার নো-বল ঘোষণা না করতেন, তাহলে তো টিম ইন্ডিয়ার এই ওপেনার আউট না হয়েই প্যাভিলিয়নে ফিরে যেতেন! এরথেকে বেশি হাস্যকর জিনিস আর কিছু হতে পারত না।
'KL'ucky Rahul! ????????#ScottBoland’s dramatic start to the #PinkBallTest: No-ball dismissal of #KLRahul on the first delivery and a dropped catch on the fifth ball! ????????
— Star Sports (@StarSportsIndia) December 6, 2024
Will he make it BIG now? ????#AUSvINDOnStar 2nd Test ???? LIVE NOW on Star Sports! #AUSvIND | #ToughestRivalry pic.twitter.com/dCYLDKv2Pd
কিন্তু, এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি কেএল রাহুল। তিনি ৬৪ বলে ৩৭ রান করেন। তবে বিরাট কোহলিও নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারলেন না। তিনি ৮ বলে করেন মাত্র ৭ রান। সবথেকে বড় কথা, ১৮০ রানে গোটা দলই অলআউট হয়ে গিয়েছে।