শেষ আপডেট: 7th December 2024 16:54
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচ অ্যাডিলেডে আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়া আপাতত হারের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ম্য়াচের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ১৮০ রানে অলআউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসেও ভারতীয় শিবিরে থরহরিকম্প অবস্থা তৈরি হয়েছিল।
ইতিমধ্যে ৭৩ রানের মধ্যেই টিম ইন্ডিয়া ৩ উইকেট হারিয়েছে। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির থেকে ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকটা প্রত্যাশা ছিল। কিন্তু, আরও একবার সেই চেনা ভুলই আওড়ালেন বিরাট। তিনি প্যাভিলিয়নে ফিরতেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা হতাশায় ডুবে যায়। এরপর সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।
এই ম্য়াচের প্রথম ইনিংসে বিরাট কোহলি মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু, দ্বিতীয় ইনিংসেও নজর কাড়তে পারলেন না তিনি। ১১ রান করেই তাঁকে ফিরতে হয়। কিন্তু, প্রথম ইনিংসে যেভাবে তিনি বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছিল, দ্বিতীয় ইনিংসেও সেই একই ভুল আওড়ালেন তিনি। বিরাটের ব্যাটিংয়ে একই ভুলের পুনরাবৃত্তি বারংবার দেখতে পাওয়া যাচ্ছে। এরপর সোশ্যাল মিডিয়ায় কোহলি সমর্থকরাই নিন্দার ঝড় তুলতে শুরু করেন।
২০২০ সালে ভারত যখন এই অ্যাডিলেডে গোলাপি বলে টেস্ট ম্য়াচ খেলেছিল, সেইসময় দ্বিতীয় ইনিংসে তারা ৩৬ রানে অলআউট হয়ে যায়। এবারও তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। বিরাটের পর ৬ রানে ফিরে গিয়েছেন রোহিত শর্মাও। এখনও ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া ১১১ রানই করতে পেরেছে। এখনও ভারত ৪৫ রানে পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে যদি টিম ইন্ডিয়া ইনিংসে হারের লজ্জা আটকাতে পারে, সেটাই অনেক।